শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৩৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল রবিবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ৪০৭জন ভোটারের মধ্যে ৩শ ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাজী ওয়াহিদ মিয়া ও নির্বাচনের প্রিসাইডিং অফিসার সিনিয়র শিক্ষক আবু ছিদ্দিক ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ি সভাপতি পদে সাবেক সভাপতি মুরশেদ আহমদ (হারিকেন) প্রতীকে ২০৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক হাজী মনর মিয়া (আনারস), ১৫৫ ভোট ও শাহ শাহ ফরিদ আহমদ (ছাতা) ৩৪ ভোট পান। সহ সভাপতি পদে ফজলুল করিম মিছবা (গরুর গাড়ী) ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শেখ আব্দুল করিম তোতা (চেয়ার) ১২৫ ভোট পান। সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক জাহান চৌধুরী (চাকা) ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ আহমদ জজ (হরিণ) ১২৩ ভোট ও সাইদুর রহমান (রিক্সা), ১০১ ভোট পান। সহ সাধারন সম্পাদক পদে আবুল কালাম (তালা) ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত (হাঁস) ১২৯ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান (মাছ) ২২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ ফয়েজ (জাহাজ) ১৬৮ ভোট পান। কোষাধ্যক্ষ পদে সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুল নুর (আম) ২৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন চৌধুরী (টেবিল ফ্যান) ১২৯ ভোট পান। প্রচার সম্পাদক পদে পার্থ সারথী পাল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল (বাইসাইকেল) ২২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক দপ্তর সম্পাদক সাহেব আলী তালুকদার (কাপ-প্লেইট) ১৬৭ ভোট পান। কার্যকরী কমিটির সদস্য পদে বিজয়ীরা হলেন রহমত উল্লাহ (কবুতর) ২৮৮, শেখ কায়ছার হামিদ (ঘুড়ি) ২৩১, অলিউর রহমান চৌধুরী (বাল্ব) ২১০, আব্দুল আমীন (ফুটবল) ২০৭ ও মোঃ আরশ আলী ২০৬ ভোট। এ পদে পরাজিত অপর দুই প্রার্থী হলেন তুহিন আহমদ (ঘাড়া) ১৯৬, জসিম উদ্দিন (চাবি) ১৭৮।
এদিকে নির্বাচনকে ঘিরে বাজারে ছিল উৎসব মুখর পরিবেশ। নির্বাচন পর্যবেক্ষন করেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, জাপা নেতা মুরাদ আহমদ, সাংবাদিক এমএ আহমদ আজাদ, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, এম মুজিবুর রহমান, সুলতান মাহমুদ, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমূখ। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজী ওয়াহিদ মিয়া, যুগ্ম নির্বাচন কমিশনার শফিউল আলম হেলাল, নজরুল ইসলাম ও ডা. মিলন আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এসআই নূর মোহাম্মদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com