শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বানিয়াচঙ্গের মক্রমপুর গ্রামে সংঘর্ষে নিহত ১ ॥ পুলিশসহ আহত শতাধিক ॥ রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ ॥ সংঘর্ষে পুলিশ আহতের ঘটনায় দেড় হাজার লোকের বিরুদ্ধে পুলিশের মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
  • ৩৯৭ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন টেটাবিদ্ধ ও ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯১ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় দুই পক্ষের প্রধান মস্তু Untitled-1 copyমিয়া ও জনাব আলীসহ ৩০ জনের নাম উল্লেখ করে দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচঙ্গ থানা পুলিশ বাদী গতকাল রাতে এ মামলাটি দায়ের করে।
গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম হান্নান মিয়া। এ ঘটনায় বাজিদ ও শিবুল নামে দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, মক্রমপুর গ্রামের জনাব আলী এবং মোস্তুফা মিয়ার মধ্যে বোরো জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। গতকাল সকালে মোস্তুফা মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান রোপন করতে গেলে জনাব আলীর 10931275_826134784113764_7112760337586484845_n copyলোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’ঘন্টা চেষ্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ৪১ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে ভজন ও আতিক নামে ২ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে আনোয়ার খান, আনোয়ারা বেগম, সিজিল, রেহেনা খাতুন, 20150115_133727 copyতাজুল ইসলাম, সালাম, জামাল, হান্নান, আতিকুর, শাহীনূর, মাসুক, রহমত আলী, রুবেল মিয়া, জালাল, মলাই, মিলন, শান্ত, আইয়ূব আলী, সালামসহ অন্তত ৮০ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হান্নানসহ ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ও গুরুতর আহত টেটাবিদ্ধ আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মিয়ার মৃত্য ঘটে। বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিবর্তী পরিস্থিতি এড়াতে মক্রমপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তবে রাত বারোটা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com