বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ একটা গোষ্ঠী বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছে

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বাধীন দেশে আসতে না দিয়ে ফাঁসি দিতে ছেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। একটি যুদ্ধবিধ্বস্থ দেশকে যখনই বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়ে নিতে শুরু করেছিলেন তখনই ঐ ষড়যন্ত্রকারীদের দোসর বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। একটি গোষ্ঠী বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সবাইকে মিলে মোকাবেলা করতে হবে।
গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সাধারন সম্পাদকের বক্তব্য এমপি অ্যাডঃ আব্দুল মজিদ খান বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল জনগনের কল্যানের রাজনীতি। ১৯৭২ সালের ১০ জানুয়ারী যদি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন না করতেন তাহলে দেশের স্বাধীনতা হত অর্থহীন। তিনি বলেন, যারা অবরোধ ডেকে জনজীবন ও জাতীয় অর্জনকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হবে এখন আমাদের কাজ। আলোচনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি অডঃ সিরাজুল হক চৌধুরী, শরীফ উল্লাহ, আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডঃ সালেহ আহমেদ, অ্যাডঃ লুৎফুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডঃ আফিল উদ্দিন, সেলিম চৌধুরী, অ্যাডঃ আতাউর রহমান, অ্যাডঃ আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডঃ আবু বককর ছিদ্দিকী, অ্যাডঃ আফজল আলী দুদু, অ্যাডঃ সুলতান মাহমুদ, অ্যাডঃ আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, অ্যাডঃ সুমঙ্গল দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক হিরাজ মিয়া, হাবিব খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, প্রজন্মলীগ সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও অ্যাডঃ নুরুল ইসলাম তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com