বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচঙ্গে ফায়ার সার্ভিস কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সভা

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৩৪৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর সেবা প্রদান সম্পর্কে জনসচেনতা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনজিও ইউনিকেয়ার এর চেয়ারপার্সন মোঃ  কামরুল হাসান কাজল। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল কাদির ও বি-কেয়ার এর চেয়ারম্যান মনোয়ার হোসেন। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার বক্তৃতায় বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপক গাড়ী নিয়ে আগুন নেভানোই দায়িত্ব কর্তব্য। বাস্তবে মহাগ্রাম বানিয়াচঙ্গের অধিকাংশ বাড়ি ঘরে অগ্নি নির্বাপক গাড়ি যাবার মত সুপ্রসস্থ রাস্তা নেই। জনগণের দায়িত্ব ও কর্তব্য হবে প্রত্যেকের বাড়ি ঘর পর্যন্ত সুপ্রসস্থ রাস্তা সংরক্ষণ করে সাবক্ষনিক প্রস্তুত রাখা। তিনি বানিয়াচং ফায়ার সার্ভিস এর ফোন ০৮৩২৪৫৬৪৪১ নম্বরটি মোবাইলে সেইভ করা এবং আগুন নেভাতে সঠিক তথ্য দেয়ার আহ্বান জানান। রাহ্ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি ছাদেকুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষিকা মিলন আক্তার, শিক্ষক আব্দুল মুকিত, হাবিবুর রহমান, জাকারিয়া আহমেদ, শিক্ষিকা সুহেদা আক্তার, আল আমিন, উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার  আলী, টিসি বুলবুল ধর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com