বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৩, ১৪ ও ১৫ই জানুয়ারী মুড়ারবন্দ সিপাহসালার হযরত নাসির উদ্দিন (রঃ) ৬৯৪তম বার্ষিক ওরস

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
  • ১২৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) পূর্ব পশ্চিম রওজা দরবার শরীফে ১৩, ১৪ ও ১৫ই জানুয়ারী ৩ দিন ব্যাপী ৬৯৪তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিবছরে ন্যায় এবারো জাকজমক ভাবে দরবার শরীফে ওরস হওয়ার পূর্বেই ৮ই জানুয়ারী থেকে শতাধিক কাফেলা ও শতাধিক বিভিন্ন দোকান পাট বসতে শুরু হবে। দরবার শরীফে লাইটিং, সাজসজ্জা ও গেইট নির্মাণ কাজে ব্যস্থ থাকেন মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম এম মোজাম্মেল আহমেদ হামিদ। অপরদিকে দরবার শরীফে করা নজরদারীতে থাকবেন দরবার শরীফের কর্তৃপক্ষ, র‌্যাব, ডিবি পুলিশ ও স্থানীয় প্রশাসন। আশেকান ভক্তবৃন্দ মুড়ারবন্দ সিপাহসালার (মদনী) হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রাঃ) পূর্ব পশ্চিম রওজা দরবার শরীফে ভক্তবৃন্দরা কোন কিছুদান করলে কাহারো কাছে না দিয়ে সরাসরি দরবার শরীফের মোতাওয়াল্লীর কাছে পৌছে দিবেন। আগামী ১৩ই জানুয়ারী সকালে দরগা কমিটি মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ সফিক আহমদ চিশতী (সফি) প্রথমে মাজার শরীফে গিলাপ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু করবেন। ১৫ই জানুয়ারী সকালে রওজা গোসল শেষে রাত ১টায় আখেরী মোনাজাত মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে। উল্লেখ্য যে, সিলেটে চিরনিদ্রায় শায়িত রয়েছেন হযরত শাহ জালাল (রঃ) ইয়ামনী ও প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী মহান ইসলামী বীর পুরুষ সিপাহ সালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) মদীনা শরীফে জন্ম গ্রহণ করেন এবং তিনি বাগদাদ শরীফে বসবাস করতেন। প্রাচীন ইতিহাসের আলোকে তার জন্ম অনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দে। বাগদাদ থেকে দিল্লীতে এসে সুলতান আলাউদ্দিন খিলজীর অধীনে ফৌজ বিভাগে যোগদান করেন। দিল্লীর সম্রাট তার কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে গ্রহণ ক্রমে সিলেট অঞ্চলকে বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ করেন। সিলেট বিজয়ী হযরত শাহ জালাল (রঃ) সাথে পথিমধ্যে মোলাকাত হয় এবং মুসলমানদের উপর গৌড় গোবিন্দের অত্যাচারের সংবাদ ব্যথিত হয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন। আল্লাহর রহমতে ৭০৩ হিজরী ১৩০৩ খ্রিষ্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয় করেন। পরে অত্যাচারী রাজা আচক নারায়নকে সমুচিত উপযুক্ত শিক্ষা দিতে একদল মুজাহিদ বাহিনী সহ শাহী সৈন্যদের নেতৃত্ব দান করেন বাংলার আসামের বিভিন্ন অঞ্চলে প্রাচীন তরফের রাজধানীর মূল পাঁচটি মুসলমান পরিবার বংশ মর্যাদায় অত্যন্ত গৌরবান্বিত, যাহা লস্করপুর হাবেলী, সুলতানশী হাবেলী, দাউদনগর (বড় হাবেলী, মধ্যহাবেলী ও ছোট হাবেলী), নরপতি হাবেলী ও পৈল হাবেলী। পরবর্তীকালে বিশাল তরপ রাজ্য ভাগবাটোয়ারা হয়ে পরগনা সৃষ্টি হয়। এর পর মোগল সম্রাট আমলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর সাহেব বাড়ী তরফের রাজধানী দেওয়ানী ভার অর্পিত হয়। এসময় তরফ হতে ১২টি পরগনা খারিজ হয়ে যায়। অতপর সিপাহ সালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) তরফ রাজ্যের শাসনকর্তা নিযুক্ত হয়ে রাজধানীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে স্থান হিসেবে সমগ্র দেশ বিদেশেই সুপরিচিত। আর এই মুড়ারবন্দের পবিত্র স্থানে চিরনিদ্রায় পূর্ব-পশ্চিম শায়িত রয়েছেন প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহ সালার (মদনী) হযরত শাহ্ সৈয়দ নাসির উদ্দিন (রঃ), হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (রঃ), বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রঃ) গং ১২০ জন ওলি-আউলিয়াগণের চিলাস্থাপন করেন। সিপাহ সালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) তার জীবনে কোন দিন ফজরের নামাজ কাযা হয়নি। তিনি গৌড় গোবিন্দের লৌহ ধনুতে ছিলা সংযোগ করেছিলেন তার মৃত্যুর পর মুসলমানদের দাফনের নিয়ম অনুযায়ী উত্তর দক্ষিনে না দিয়ে পূর্ব পশ্চিমে দেয়ার জন্য। কিন্তু তৎকালীন স্থানীয় ওলামায়ে কেরামগণ তা না করে উত্তর দক্ষিণে দাফন করেন। কিন্তু দেখা গেল দাফনের পর কবর স্থান থেকে ৪০ কদম দূরে আসা মাত্রই সিপাহ সালা (মাদানী) হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) কথামত মাজার বিকট এক শব্দের পর পূর্ব-পশ্চিম হয়ে যায়। তাই সিপাহসালা (মাদানী) হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর মাজার মুড়ারবন্দে পূর্ব-পশ্চিমে হয়ে যায়। সৈয়দ নাসির উদ্দিন (রঃ) সহ মুড়ারবন্দে অতিমনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ৫ শতাধিক জামগাছের সুশীতল ছায়ায় শায়িত আছেন। সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোলচত্ত্বর নতুনব্রীজ হতে চুনারুঘাট উপজেলার শ্রীকুঠা বাসষ্ট্যান্ড এর পূর্বদিকে রয়েছে মুড়ারবন্দ সিপাহসালা সৈয়দ নাসির উদ্দিন (রঃ) প্রথম গেইট। এর প্রায় ১ কিলোমিটার পূর্বে মুড়ারবন্দ মাজারে প্রবেশ করতে ৩টি গেইট রয়েছে। প্রতি বছরের ১৩, ১৪ ও ১৫ই জানুয়ারী তিনদিন ব্যাপী পবিত্র বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত ৩ দিন পবিত্র ওরসে সফলের লক্ষ্যে সারাদেশের আশেকান ভক্তবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ সিপাহ সালা (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) পূর্ব-পশ্চিম রওজাসহ ১২০ জন আওয়ালীয়াগণের দরবার শরীফের প্রধান মোতাওয়াল্লী পীরজাদা গদ্দীনিশিন আলহাজ¦ সৈয়দ সফিক আহমেদ চিশতী (সফি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com