বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা শ্রমিকদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা ॥ ষড়যন্ত্রের জাল চিহ্ন করে মেয়র গউছ হবিগঞ্জ-লাখাইর প্রতিনিধিত্ব করবেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ৪২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিকদল। গতকাল বুধবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন- সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে মেয়র জি কে গউছ হবিগঞ্জ-লাখাইর প্রতিনিধিত্ব করবেন। মিথ্যা মামলা দিয়ে গউছের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না। বক্তারা বলেন-সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মেয়র জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। আওয়ামীলীগের এই অপচেষ্টার সমোচিত জবাব দেয়া হবে। বক্তারা মিথ্যা মামলা থেকে মেয়র জি কে গউছকে অব্যাহতি দেয়ার দাবী জানিয়ে আগামী ২০ তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানান।
জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জালাল আহমেদ, শেখ মখলিছুর রহমান।
বক্তব্য রাখেন- জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবু তাহের, শাহ আব্দুল আজিজ, মামুনুর রশিদ, রফিকুল হায়দার সিদ্দিকী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনসারী রতন, সোহেল এ চৌধুরী, ওয়াহিদুর রহমান, হাজী আব্দুল ওয়াহাব বাবুল, এডভোকেট আব্দুল কাদির, শেখ আব্দুল হান্নান, নুরুল হক লিটন, আব্দুল হালিম, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান নুর মোহাম্মদ, ইশতিয়াক আহমেদ রুবেল, নোমান তালুকদার, সাইদুর রহমান, লালন আহমেদ, আব্দুল আহাদ, শামছুল হুদা মেম্বার, আসাদুজ্জামান, শেখ রহমত আলী, আমীর আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com