শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

প্রধানমন্ত্রীর আগমনে নবীগঞ্জবাসীর বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষার প্রহর ॥ গ্যাসের রাজ্যে গ্যাসহীন নবীগঞ্জ বাসীর বুকফাটা দীর্ঘশ্বাস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নবীগঞ্জে আগমণ উপলক্ষে বিভিন্ন দাবী আদায়ের বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন নবীগঞ্জবাসী। দাবীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী। এ দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী আশানুরূপ বক্তব্য দিয়ে জনদাবীর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে প্রত্যাশা করছেন নবীগঞ্জবাসী।
এ দাবী নিয়েই নবীগঞ্জের রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে একমঞ্চে দাড়িয়ে এক দফা দাবী ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। এতে নবীগঞ্জের আবাল বৃদ্ধ- বনিতা অংশ নিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন। ইতিমধ্যে এলাকাবাসী এ দাবী জানিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। এ ছাড়া নবীগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী জে, কে হাইস্কুল, নবীগঞ্জ ডিগ্রী কলেজ সরকারীকরণ, চিকিৎসা সেবার উন্নতিকরণে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ আধুনিক সুযোগ সুবিধা প্রদান এবং পশ্চাৎপদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকাকালে সর্বশেষ ২০০২ সালের ১ অক্টোবর নবীগঞ্জে এসেছিলেন। তখন সময়ে জনসভায় ভাষনদানকালে তিনি ক্ষমতায় গেলে নবীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্র“তি দিয়েছিলেন। একটি স্কুল ও একটি কলেজ সরকারীকরণের আশ্বাসও দিয়েছিলেন তখন। দীর্ঘ ১২ বছর পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর নবীগঞ্জে আসছেন। ফলে নবীগঞ্জবাসীর প্রত্যাশা অনেক। প্রধানমন্ত্রীর এই সফরে নবীগঞ্জের উন্নয়নে আশার আলো দেখছেন এলাকাবাসী। প্রধানমন্ত্রীর জন্য এসব দাবী মেঠানো মোটেই বড় কিছু নয় বলে মনে করছেন নবীগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com