মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

নবীগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ৪২৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জেও গতকাল রবিবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
গতকাল প্রথম দিনে ইংরেজী ১ম পত্র  পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়। ক্ষুদে শিক্ষার্থীদের সবচেয়ে বৃহৎ এই পাবলিক পরীক্ষায় এবার নবীগঞ্জ উপজেলায় মোট ১৭টি কেন্দ্রে ৭ হাজার ৯ শত ৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সাধারন শিক্ষায় ৭ হাজার ১শত ৫৯ জন  এবং ইবতেদায়ীতে ৭শত ৮১ জন। এদের মধ্যে ছাত্র ৩ হাজার ৮২ জন এবং ছাত্রী ৪ হাজার ৮৭ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল  প্রাথমিক সাধারন শিক্ষায়  ৪ শ ৩৩ জন এবং  ইবতেদায়ীতে ১ শত ২১ জন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা সহকারী কমিশনার  ভূমি  মোঃ আনোয়ার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com