বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলায় যেখানে সেখানে মরমী গানের নামে সিন্ডিকেট সঙ্গীত বাণিজ্য

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন মাজার এলাকা সহ সর্বত্র মরমী গানের নামে চলছে সঙ্গীত বাণিজ্য। এক শ্রেনীর কিছু বিপত গামী যুবক গানের সুন্দরী শিল্পিদের খপ্পরে পরে এসবের আয়োজন করছে। যুগের তালে কিছু জ্ঞানহীন লোকদের হাতে বর্তমান মরমী সঙ্গীত পরিচালনার সুযোগে কোন নিয়ম নিতির তোয়াক্কা না করে দেধারছে চালাচ্ছে সঙ্গীত বাণিজ্য।
খোজ নিয়ে জানা যায়, একটি গানের আয়োজন করতে কোন পয়সা কড়ি লাগেনা বাণিজ্যিক চিন্তা ভাবনায় জরিত সিন্ডিকেটের লোকজন একটি নিরাপধ স্থানের খোজ করেন যেখানে মরমী গান হয়। সেখানের একজন শক্তিশালী লোককে দেখভালের দ্বায়িত্ব দেওয়া হয় বিনিময়ে সেই লোক শিল্পিদের কদরের পাশাপাশি অর্থও পান। সিন্ডিকেটের লোকজন নির্ধারিত তারিখে সুন্দরী শিল্পিদের দিয়ে কিছু নির্ধারিত ভক্তবৃন্দের মোবাইলে আমন্ত্রন করে গান শুনার জন্য। গানের ফাকে ফাকে পির অলি আওলিয়াদের নামের পাশাপাশি ভক্তবৃন্দকে ভক্তি মোলক সালাম দিয়ে আকৃষ্ট করানো হয় তবেই গানে ওতালা হয়ে ভক্তরা টাকা দেওয়ার প্রতিযোগীতায় নেমে পরেন নিজের পছন্দের শিল্পিদের। তবে সিলেটি ভক্তদেরকে টাকার আশায় একটু বেশি আরাধনায় ব্যস্ত থাকেন শিল্পিরা। গানের শেষে প্রতি শিল্পিদের ব্যানিটি ব্যাগ ভর্তি টাকায় কির্বোড, সাউন্ড, প্যাড, মন্দিরা, ঢোল, বাশি, প্যান্ডেল ও সিন্ডিকেট সব কিছু বহন করেও শিল্পিরা সন্তোষ্ট থাকেন। কিছু যুবকরা এসবের ফান্দে পরে প্রতি রাতে হাজার হাজার টাকা হারিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। আর ভক্তদের টাকায় শিল্পিরা গাড়ী বাড়ির মালিক হচ্ছেন। এভাবেই সিন্ডিকেটের মাধ্যমে সকল ভক্তদের বোকা বানিয়ে কৌশলে হাতিয়ে নিচ্ছে শিল্পিরা লক্ষ লক্ষ টাকা। সচেতন মহলের দাবী বর্তমান পুলিশ সুপার ছদ্মবেশে অথবা নিরপেক্ষ ভাবে খুজ-খবর নিলেই বেরিয়ে আসবে এ সকল বাউল গানের নামে কি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com