বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৩৮৫ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলার বাংলাবাজার সোনার বাংলা একাডেমি এন্ড জুুনিয়র হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে মাষ্টার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুর্শি ইউনিয়নের সকল সরকারী ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের অংশ গ্রহণে ওই পরীক্ষা নেয়া হয়। সৃজনশীল পদ্ধতির প্রণীত প্রশ্ন পত্রের ভিত্তিতে ওই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী বছর আরো একটি ইউনিয়ন সংযুক্ত করা হবে। ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন কৃতি শিক্ষার্থী আয়োজিত পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে 4বক্তব্য দেন,ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম। ফাউন্ডেশন সূত্রে প্রকাশ, হলসুপার হিসেবে দায়িত্ব পালন করেন, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন গোপ। সহকারী হলসুপার এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রানী দাশ, কুর্শি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রায়। ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইয়ুব হোসেন, আবদুল মজিদ, আইফা সুলতানা হলি, নাছিমা বেগম, নিরুপম দে,খাদিজা বেগম। প্রশ্নপত্র প্রনয়ন করেন ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সালমা বেগম নাজু। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জনকে ট্যালেন্টপুল এবং ৪ জনকে সাধারন গ্র্যাডে বৃত্তি দেয়া হবে। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মননা দেয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আনুষ্ঠানিক সনদ, নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।
গতকাল অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রাজ্জাক, হবিগঞ্জ চেয়ারম্যান সমিতির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, ইংল্যান্ড এর কমিউনিটি লিডার মোঃ এনাম হোসেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী, ফিউচার গ্র“পের প্রশিক্ষক মোঃ মাসুদ করিম, নবীগঞ্জ পৌর কাউন্সিলর এটিএম সালাম, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর মিয়া, নবীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মজিদ, ক্রিড়া সম্পাদক পলাশ রতন দাশ, প্রধান শিক্ষক প্রভাত ভূষণ রায় পিন্টু, প্রধান শিক্ষক লিটন দাশ, প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম, প্রধান শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, প্রধান শিক্ষক মীরা রাণী রায়, শিক্ষক মাতলুবুর রহমান, সহকারী শিক্ষিকা মুহিবুর রহমান চৌধুরী, মহিনুর রহমান, সহকারী শিক্ষক অনুজিত রায়, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ডিজাইনার মোঃ ইকবাল হোসেন বেলাল প্রমূখ। আয়োজিত পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রে অতিথিদের স্বাগত জানান, ফাউন্ডেশনের সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল মালিক চৌধুরী, দৈনিক মানবজমিন ষ্টাফ রিপোর্টার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ বাছিত, সহকারী শিক্ষক সোহেল আহমদ, সহকারী শিক্ষক মোঃ মুমিন উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ মাষ্টার) এর দুই পুত্র যুক্তরাজ্য প্রবাসী খ্যাতিমান চিকিৎসক ডাঃ খায়রুল ইসলাম হেলাল ও সহোদর মঈনুল ইসলাম দুলালের তত্ববধানে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের নিমিত্তে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় মাষ্টার ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com