মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

মেয়র জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলায় জাড়ানোর প্রতিবাদে লাখাইয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৩৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে কিবরিয়া হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লাখাই উপজেলা যুবদল। গতকাল শুক্রবার বিকেলে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদের সভাপতিত্বে ও সদস্য মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী, উপজেলা কৃষকদলের সভাপতি এম আর জুনায়েদ, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, মারুফ আহমেদ বাবুল, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক বশির আলম চৌধুরী, জাসাদের আহ্বায়ক আশিক মেম্বার, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, থানা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, রায়হান উদ্দিন, হারিছ মিয়া, পায়েল আহমেদ রিপন, মোঃ ফয়সল তালুকদার, মোঃ মোস্তাক আহমেদ, জামাল উদ্দিন, মাসুম আহমেদ, আলমগীর, জুয়েল আহমেদ, হাফিজুল ইসলাম রফিকুল ইসলাম, সাজিউর রহমান চৌধুরী, ভিংরাজ মিয়া, আক্কাস মিয়া, কে এম জিয়া, মন্নান মিয়া, হাবিব মিয়া, মোতাক্কির মিয়া, আরজান, রুবেল আহমেদ, ছাত্তার মিয়া, মোজাম্মেল, মোশাররফ, শাহবাল, শহিদুল ইসলাম, রাশেদ আহমেদ, তানভীর আহমেদ জসিম, সোহাগ চৌধুরী, আলামিন, তোফায়েল, সোহাগ, রাজন, বাহার, মহিবুর প্রমুখ। সভায় বক্তারা বলেন- সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে মেয়র জি কে গউছকে জাড়ানো হয়েছে। এই মামলা থেকে মেয়র জি কে গউছে অব্যাহতি দিতে হবে। অন্যতায় হরতালসহ কঠিন আন্দোলন গড়ে তুলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com