শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

৭ দফা দাবিতে সিলেট বিভাগে আগামী ৬ নভেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৭ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নবগঠিত সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি। আহূত ধর্মঘট সফলসহ পরবর্তী প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ‘সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি’র নেতৃবৃন্দ এ আহবান জানিয়েছেন। গত সোমবার সিলেটের কদমতলিস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় এ সর্বসম্মতিক্রমে এ সংগ্রাম কমিটি গঠন করা হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জমির আহমদের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার দ্বিতীয়পর্বে ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আলহাজ্ব জমির আহমদকে আহবায়ক এবং সজিব আলীকে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়। ৯টি যুগ্ম আহবায়ক পদে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সৈয়দ মখচ্ছিল আলী, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ময়না মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জিতু মিয়া, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিব হোসেন চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রকিব উদ্দিন রফিক, শফিকুর রহমান চৌধুরী, বদর উদ্দিন বাবুল, আজাদুর রহমান ওদুদ, হেলাল উদ্দিন আহমদ, নাজিম উদ্দিন লস্কর, আব্দুর রহিম, আব্দুল কালাম চৌধুরী, মোস্তফা মিয়া, আব্দুল গফুর, মঈন উদ্দিন রুনু, তেরা মিয়া, আলফাজ মিয়া, মাসুদ আহমদ, শাহার উদ্দিন, নূর উদ্দিন, কাজী মলাই মিয়া, শাহজাহান মিয়া, জহির শিকদার, আমিরুজ্জামান জোয়াহির, ইমরান হোসেন ঝুনু, হিরণ মিয়া, নুরুল হক, জামাল মিয়া, শহীদুল ইসলাম রুবেল, ওয়াফিক মিয়া, দিদার মিয়া, রহমত আলী তারেক, মুজিবুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী, আব্দুস সালাম, আব্দুস সামাদ, আলাউদ্দিন, মুক্তার আহমদ, আব্দুল হাফিজ আবিদ, ফারুক আহমদ, শাহ জিয়াউল কবির পলাশ, শাহানুর রহমান সানুর, সাইফুর রহমান, শামসুল হক মানিক, শাবলু মিয়া, সিরাজ উদ্দিন খান ও কয়ছর আহমদ মাখনকে মনোনিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com