শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জমে উঠেছে শায়েস্তাগঞ্জ সিএনজি মালিক-চালক কল্যান সমিতির নির্বাচন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৩২১ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী ॥ আগামী ২৩ অক্টোবর শায়েস্তাগঞ্জ-দেউন্দী রোড সিএনজি মালিক-চালক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ২০১৪-২০১৫ সেশন নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারনা তুঙ্গে। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য সিএনজি মালিক-চালক কল্যাণ সমিতির ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন। নির্বাচনে ১৩ টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছেন ২০ জন প্রার্থী। গত রবিবার রাত ৮ টার দিকে প্রার্থীদের মাঝে সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট হুমায়ুন কবির সৈকত লটারির মাধ্যমে প্রতীক বরাদ্ধ করেন।
জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৩ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রার্থী মোঃ মুখলিছুর রহমান (চেয়ার প্রতীক), মোঃ কুতুব আলী (ছাতা প্রতীক), সাধারন সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান টুটুল (বাঘ প্রতীক) ও মোঃ মনু মিয়া (হরিণ প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মহিউদ্দিন আহম্মেদ (চশমা প্রতীক) ও মোঃ দুলাল মিয়া (ফুটবল প্রতীক) এবং লাইন সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম (কাপ প্লেইট প্রতীক), মোঃ মিজানুর রহমান (উড়োজাহাজ প্রতীক) ও মোঃ তারেক চৌধুরী (দেয়াল ঘড়ি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক ও মোঃ আব্দুল হাই, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ এনামুল হক জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ জলফু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ ভিংরাজ মিয়া, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া, সহ-লাইন সম্পাদক আঃ হান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ তাউজ মিয়া, সমাজকল্যান সম্পাদক মোঃ তৈয়ব আলী, কার্যনির্বাহী সদস্য ২ জন মোঃ আঃ মালেক ও মোঃ উস্তার মিয়া। খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ-দেউন্দী রোড সিএনজি মালিক-চালক কল্যাণ সমিতির ১৬১ জন ভোটার নিয়ে প্রথমবারের মত নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন। তাই এই নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। শায়েস্তাগঞ্জ-দেউন্দী রোড সিএনজি মালিক-চালক কল্যাণ সমিতির উন্নয়নের স্বার্থে যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে জানিয়েছেন ভোটাররা। অপরদিকে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এডভোকেট হুমায়ুন কবির সৈকত ও নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ফখর উদ্দিন চৌধুরী। প্রতীক বরাদ্ধের সময় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ-দেউন্দী রোড মালিক-চালক কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ আব্দুল আউয়াল, প্রভাষক জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আনোয়ার আলী ও আব্দুর রেজ্জাক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com