বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

সিন্ডিকেট, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরোদ্ধে ঐক্যের বিকল্প নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৭৪ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিধি ॥ নবীগঞ্জে থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সিন্ডিকেট তৈরীর মাধ্যমে নৈরাজ্য ও বিশৃংখলার বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ ও জনতার সেতু বন্ধন ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। ঘুষ, দুর্নীতি ও মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই। পুলিশ জনতা পরস্পরের পরিপূরক। গতকাল বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় উল্লেখত অভিমত ব্যক্ত করা হয়। সভাপতিত্ব করেন, হবিগঞ্জ পুলিশের সহকারী সুপার মোঃ নাজমূল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, পুলিশিং ফোরামের সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন, থানার ওসি মোঃ লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন, কমিউনিটি পুলিশ ফোরামের সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী। থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য দেন, শাহনেওয়াজ গাজী মিলাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার মিন্টু, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রউপ, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাংবাদিক এম এ আহমদ আজাদ, নুরুল ইসলাম খেজুর, এডঃ মাছুম আহমদ জাবেদ আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, এডঃ গতি গোবিন্দু দাশ, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ প্রমূখ। সভার শুরুতে পুলিশিং ফোরামের নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল কৈফিয়ত তলব করেন। পুলিশের তরফ থেকে উল্লেখিত কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে সকলের সাথে সমন্বয়ের ঘোষণা দেয়া হয়। এছাড়াও অপরাধ দমন এবং আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পুজায় নিরাপত্তা জোরদার নিয়ে সর্বাত্বক সহায়তার আশ^াস দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com