বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা জাসাদের ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে-সুজাত এমপি সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ক্ষমতার মসনদ রক্ষা করতে পারবেনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেছেন, সরকার ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে কখনও ক্ষমতার মসনদ আকড়ে ধরে রাখতে পারবেনা। অতীতে যেমন কেউ অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকতে পারেনি বর্তমানেও পারবেনা। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ জেলা জাসাদ আয়োজিত ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওই দিন বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল সামির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফতার তনু, জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, কৃষকদল সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল। বক্তব্য রাখেন, জেলা জাসাদের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের মোঃ শাহীন, সহ-সভাপতি হাকিম আমিন শাহ, জেলা তারেক পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরব আলী, জেলা জাসাদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ, হোসাইন আহমেদ, আসাদুর রহমান আশিক, মোঃ এখলাছ মিয়া, কামরুল হাসান কাজল, সালাউদ্দিন আহমেদ, গাজী লিটন মিয়া, মোঃ সফিকুল ইসলাম, জাসাদ নেতা লুৎফুর রহমান, যুবদল নেতা মুশাহিদ আলম, ছাত্রদল নেতা নেছার আহমেদ, আব্দুল আজিম, পৌর জাসাদ নেতা কাউছার চৌধুরী প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাদ শিল্পীরা গান পরিবেশন করেন এবং নৃত্য পরিবেশন করে দিশারী কেজি এন্ড হাই স্কুলের ছাত্রী ক্ষুদে নৃত্যশিল্পী ফারিয়া আক্তার মিথিলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com