সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

আজমিরীগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডের অভিষেক ও জেলা কমান্ডারকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪১১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য এডঃ আঃ মজিদ খান বলেন, একজন ইচ্ছা করলে এমপি, মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারবেন। কিন্তু কোন ব্যাক্তি ইচ্ছে করলেও একজন মুক্তিযোদ্ধা হতে পারবেন না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর অভিষেক ও নব নির্বাচিত জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠানকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল রবিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার নব নির্বাচিত মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত সংর্বধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন মেঘনা রিভারফোর্স কামান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রেমানন্দ চক্রবর্ত্তীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন, নবাগত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শোয়েব হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বি.এম. মশিউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার রাশিদুল ইসলাম চৌধুরী কাজল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ড সভাপতি সাংবাদিক চৌধুরী মোঃ ফরিয়াদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মিয়াধন মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ ও অনুষ্ঠান চলাকালে নব নির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com