মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

কিবরিয়া হত্যা মামলায় ১ শ্যোন এ্যারেস্ট ॥ মুফতি হান্নান ১ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অন্য মামলায় কারাগারে থাকা ১ আসামীকে শ্যোন এ্যারেস্ট দেখিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা। আসামী ১ জন হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কোণাগাঁও গ্রামের আবু ইউসুফের ছেলে মোঃ দেলোয়ার হোসেন রিপন (২৬)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া বেগমের আদালতে হাজির হয়ে মেহেরুন নেছা আসামীদের শ্যোন এ্যারেস্ট এর আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। এ ছাড়া ওই মামলার আসামী মুফতি হান্নানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার গেইটে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরুন নেছার আবেদনের পরিপ্রেক্ষিতে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। হবিগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কিবরিয়া হত্যা মামলার আইনজীবী এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, কিবরিয়া হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে হুজি নেতা মুফতি আব্দুল হান্নান, দেলোয়ার হোসেন রিপন ও ফরিদ আহমেদ ওরফে শওকত ওসমানকে গ্রেপ্তার ও রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানী শেষে বিজ্ঞ বিচারক উক্ত মালায় হুজি নেতা মুফতি আব্দুল হান্নানকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড ও দেলোয়ার হোসেন রিপনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ফরিদ আহমেদ ওরফে শওকত ওসমান আদালতে হাজির না হওয়ায় তার ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। তবে এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুনন্নেছা সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী ও তখনকার এমপি শাহ এএমএস কিবরিয়া। এই নির্মম হামলায় তিনি গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পর রক্তক্ষণজনিত কারণে মারা যান। এই হামলায় আরও নিহত হন, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com