বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে জাতিকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি গতকাল নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭০ লাখ টাকা ব্যয়ে ২য় ও ৩য় তলার উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথাগুলো বলেন। তিনি বলেন, শিক্ষিত ছেলে-মেয়েরা কখনও দেশের বোঝা নয়, তারা দেশের সম্পদ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা একমাত্র শিক্ষিত জাতিই পুরণ করতে পারে। এজন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষার দিকে নজর দিতে হবে। দেশের একটি মানুষও বেকার হিসেবে বসে না থাকে। তিনি আরও বলেন, নুরপুর একটি শিল্প এলাকা। এখানে একটি কলেজ অতিব জরুরী। এলাকাবাসী যদি চান আগামীতে নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করে দিব। নুরপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া বেলাল এর সভাপতিত্বে ও আব্দুল কাদির আসাদ ও সাজু মাস্টার এর পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজীউর রহমান, কাজী ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, প্রধান শিক্ষক আমির খসরু তালুকদার ফারুক, হাজী মোক্তার হোসেন, রেজাউল করিম বাদল, আব্দুল মোতাকাব্বির আক্কাস, মো. সাহাবুদ্দিন, ইছাক আলী, গাজীউর রহমান এমরান, ফখরুল হামিদ, অলি হোসেন লেচু, ফরিদ মিয়া, মহসিন পাশা ইদু, অপু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com