মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

০৩ অক্টোবর ২০১৩ ইং এর সকল সংবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩
  • ৪৯৭ বা পড়া হয়েছে

মাধবপুরে দিল্লা ডাকাত গ্রেফতার
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কুখ্যাত ডাকাত দিলু মিয়া ওরপে দিল্লা ডাকাত (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ব্রাহ্মণডোরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই মমিনুল ইসলাম জানান, দিলু মিয়া ওরপে দিল্লা উপজেলার পোড়াইকলা গ্রামের মর্তুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় অসংখ্য চুরি, ডাকাতির মামলা রয়েছে।

মাধবপুরে মহিলাকে মারপিট করে
গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে
বিএনপি নেতা ফজলু কারাগারে
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক মহিলাকে মারপিট করে গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে দায়েরী নারী নির্যাতন মামলার প্রধ্না আসামী ফজলুর রহমানকে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। জানা যায়, চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের সফর আলীর পুত্র ফজলুর রহমান সহ কয়েকজন প্রায় ২ মাস আগে কাশিমপুর গ্রামের সজল মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধড়ক মারপিট করে। এতে ওই মহিলার গর্ভ নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে সজল মিয়া বাদি হয়ে ফজলুকে প্রধান আসামী করে মাধবপুর থানায় মামলা করেন। ফজলুর রহমান বুধবার সকালে হবিগঞ্জ নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নবীগঞ্জে জাপা নেতার মৃত্যু
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জাতীয় পার্টির সাবেক সভাপতি প্রবিন মুরুব্বি খসরুজ্জামান চৌধুরী (৮০) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি গতকাল বুধবার সকালে নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাযা গতকালই বিকেলে কামারগাও মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়েছে। পরে তার লাশ পারিবারিক কবর ¯’ানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, সাাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া।

মাধবপুরে জাতীয় পার্টির প্রচার
মিছিল ও সভা অনুষ্ঠিত
মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের ৪ আগস্ট হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জনসভা সফল করার লক্ষ্যে মাধবপুর উপজেলা জাতীয় পার্টি ও অংগ সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে মাধবপুরে প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্কসপ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা জাপার সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আব্দুল মালেক মধু, পৌর জাপার সভাপতি মিজানুর রহমান দুলাল, সেক্রেটারী জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির ভূঁইয়া, যুব সংহতির সভাপতি কাওছার আহম্মে, সেক্রেটারী আক্তার হোসেন, আলী আজম, শেখ আহম্মদ, শেখ মোঃ শামীম প্রমুখ।

এমপি প্রার্থী সৈয়দ আহমদুল
হকের নিজামপুরে গণসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল তিনি নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন। ঐ নিউনিয়নের কাটাখালি ও নিতাইরচক এই দুই গ্রামের মধ্যবর্তি স্থানে পৌছলে স্থানীয় লোকজন তার সাথে নির্বাচনী মতবিনিময়ে মিলিত হন। সৎ ও ন্যায় বিচারক এমন ব্যক্তি সৈয়দ আহমদুল হককে এমপি নির্বাচন করতে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, মোঃ সামছুল হক ও স্থানীয় জনগনের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ চনু মিয়া, মোঃ রফিক মিয়া সর্দার, মাওলানা আব্দুর গাফ্ফার, মোঃ তোতা মিয়া, মোঃ আছকির মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ কালা মিয়া, হাজী মোঃ ফুল মিয়া, মোঃ মালেক মিয়া, মোঃ ছমেদ আলী, মোঃ আলফু মিয়া, মোঃ চান মিয়া, মোঃ আকরাম আলী প্রমুখ।

মাধবপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত
বখাটেকে ২ মাসের কারাদন্ড
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জাহের মিয়া (২৭) নামে বখাটে যুবককে ২মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জাহের মিয়া চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামের কিরন মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে চৌমুহনী স্কুল এন্ড কলেজের জনৈক ছাত্রীকে স্কুলের আসর পথে জাহের মিয়া উত্ত্যক্ত করে। এ বিষয়টি কাশিম নগর ফাঁড়ি পুলিশকে জানানো হয়। তাৎক্ষণিক এসআই সফিকুল ইসলাম এসে স্থানীয় জনতার সহযোগিতায় জাহের মিয়াকে আটক করেন। পরে মাধবপুর উপজেলা প্রশাসনকে জানানো হয়। বিকেলের দিকে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সিলেটে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে
হবিগঞ্জ পৌর বিএনপির জরুরী সভা
স্টাফ রিপোর্টার ॥ সিলেটে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে হবিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে গতকাল এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি সভাপতি আমিনুর রশিদ এমরানের সভাপতিত্বে ও এনামুল হক সেলিমের পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট খালিকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক এমজি মহিদ, আব্দুল হাসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এসএম বজলুর রহমান, এডভোকেট সগির আহেমদ সাজ্জাদ, এডভোকেট কামরুল ইসলাম চৌধুরী, এসএম আব্দুল আউয়াল, তোফায়েল ইসলাম কামাল, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, আব্দুল আজিজ, মোঃ কামাল, মোঃ ছালেক, মোঃ রকি প্রমূখ। সভায় আগামী ৫ অক্টোবর সিলেটে খালেদা জিয়ার সভায় যোগদান ও সফল করার লক্ষ্যে আলোচনা হয়।

শ্রমিকদলের নব-গঠিত কমিটির
নেতৃবৃন্দকে সৈয়দ ফয়সলের অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল হবিগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারন সম্পাদক এস এম বজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তুহিন খানকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জেলায় শ্রমিক দলকে সু-সংগঠিক করার পাশাপাশি নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে খালেদা জিয়ার নির্দেশে যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে।

বানিয়াচং মুরাদপুর ইউপি
কমপ্লেক্স বাস্তবায়ন কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আলী আকবর চৌধুরীকে আহবায়ক, তৈয়বুর রহমান চৌধুরীকে যুগ্ম আহবায়ক ও জালাল উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- জাফর আহমদ চৌধুরী, আব্দুস সামাদ তালুকদার, ওসমান মিয়া চৌধুরী, ফুল মিয়া চৌধুরী, আলী আমজাদ চৌধুরী, সোহেল চৌধুরী, ফজিজুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, আফরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল, শাহ আরজু মিয়া, তজম আলী, ফার”ক মিয়া চৌধুরী।
এদিকে এ ইউনিয়নের সুবিধাজনক স্থান মুরাদপুর গ্রামে ইউপি কমপ্লেক্সে নির্মাণ করার জন্য ইতিমধ্যেই তৈয়বুর রহমান চৌধুরী ২৫শতক জায়গা দান করেছেন। ওই স্থানে কমপ্লেক্স নির্মাণের দাবীতে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছেন।

চুনারুঘাটে জাতীয়
পার্টির প্রস্তুতি সভা
চুনারুঘাট প্রতিনিধি ॥ আগামী ৪ অক্টোবর হবিগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের জনসভাকে সফল করার লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির এক সভা স্থানীয় দিদার ম্যানশনে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিদ আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, উপজেলা যুব বিষয়ক সম্পাদক আব্দুল সালাম তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল আলী খন্দকার, আহম্মদাবাদ ইউপি’র সভাপতি আঃ মন্নান, দেওরগাছ ইউনিয়ন সেক্রটারী মোঃ আলাই মিয়া, পাইকপাড়া ইউপি সভাপতি আঃ খালেক, শানখলা ইউপি সভাপতি আঃ রহমান, সেক্রটারী মুখলেছুর রহমান, সাটিয়াজুরী ইউপি সেক্রটারী মোঃ ইদ্রিস মিয়া, চুনারুঘাট সদর ইউপি সেক্রেটারী আব্দুল আহাদ, মিরামী ইউপি সেক্রেটারী লুৎফুর রহমান, রাণীগাঁও ইউপি সেক্রেটারী আব্দুল মোছাব্বির, সাংগঠনিক সম্পাদক আঃ কাদির, পৌর সভাপতি হোসেন আলী, ইউপি যুবসংহতির সেক্রেটারী সেলিম মিয়া, সেক্রেটারী মকসুদ আলী প্রমুখ। বক্তরা আগামী সংসদ নির্বাচনে চুনারুঘাট-মাধবপুর আসনে মোঃ তাজুল ইসলামকে প্রার্থী দেয়ার দাবী জানান।

খালেদা জিয়ার ৫ অক্টোবরের সমাবেশ সফলের
লক্ষ্যে মহিবুল ইসলাম শাহীনের প্রচার মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করার দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আগামী ৫ অক্টোবর ৩৬০ আওয়ালিয়ার পূণ্যভূমি সিলেটের জনসভা সফল করার লক্ষ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহীনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিরাট প্রচার মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি গতকাল বিকেলে স্থানীয় শিরিষতলা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবিষ্ট্যান্ড মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তৃতায় মহিবুল ইসলাম শাহীন বলেন,- আগামী ২৪ অক্টোবরের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে হবে, নইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন তা যে কোন মুল্যে বাস্তবায়ন করা হবে। তিনি আগামী ৫ই অক্টোবরের জনসভা সফল করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান। পথসভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মনিরুজ্জামান মনির, এম এম শাহজাহান, মনসুর উদ্দীন শামীম, জহিরুল ইসলাম রুহেল, মওদুদ আহমেদ, জুবায়ের মিয়া, কিম্মত আলী, সাইফুল ইসলাম, সিএম আশরাফুল ইসলাম এটম, কাজী শরিফুদ্দি আহাদ, মজিদ মিয়া, নোমান মিয়া, নজরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ইউনুস মিয়া, বদরুল আলম বজলু, আফরোজ মিয়া, তোরণ খান, গিয়াস উদ্দীন, উজ্জল মিয়া, আব্দুল মজিদ, আব্দুস সামাদ খান, কিতাব আলী, আব্দুল মতিন, দ্বীন ইসলাম, মখলিস মিয়া, তাউস মিয়া, সালেক মিয়া, সাইফুর রহমান, শাহ আলম, লিটন, মাজুল, সফিক মিয়া, শেখ আব্দুর গাফ্ফার, সুমন, মঈন, এনাম, শামীম, তমিজ, সাহেদ, আক্কাস, বুলবুল মিয়া, নুনু আহমেদ ও লিংকন প্রমুখ।

ভাঙ্গার পুল এলাকায় ম্যাক্সির
ধাক্কায় ৫ম শ্রেণির ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গার পুল নামক স্থানে ম্যাক্সির ধাক্কায় সাজু মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সাজু মিয়া উত্তর চতুল গ্রামের মতিন মিয়ার ছেলে। সে মামদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গার পুল নামক স্থানে বাইসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি ম্যাক্সি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘাতক ম্যাক্সিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এরশাদের হবিগঞ্জ আগমন
উপলক্ষ্যে সাজ সাজ রব
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের হবিগঞ্জ আগমণ উপলক্ষ্যে সাজ সাজ রব উঠেছে। ৪ অক্টোবরের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। দলের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানতে এবং লোক সমাগম ঘটাতে মাধবপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত ২ শতাধিক তোড়ন নির্মাণ, ব্যানার-ফেস্টুন, পোস্টার-লিফলেট বিতরণ ও দেয়াল লিখন চলছে ব্যাপকভাবে। এছাড়া প্রতিদিনই জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনগুলো শহর ও গ্রামে মিছিল-সমাবেশ করছে। জাতীয় পার্টির অন্যতম দূর্গ হবিগঞ্জের জনসভা সফল করতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক জানান, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রাতেই হবিগঞ্জে এসে পৌছবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই দিন তাকে হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেল গেইট এলাকা থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানিয়ে নিয়ে আসা হবে। এদিকে এরশাদের জনসভা স্থলের মঞ্চ নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
জানা যায়, হবিগঞ্জ-২ আসন থেকে (বানিয়াচং-অজিমিরিগঞ্জ) সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থী মরহুম সিরাজুল হোসেন খান ১৯৮৬ সালে, একই বছর হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে সৈয়দ মোহাম্মদ কায়সার, ১৯৯১ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) থেকে মরহুম খলিলুর রহমান রফি, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ সনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) থেকে আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী নির্বাচিত হন। ওই সময় থেকেই হবিগঞ্জে জাতীয় পার্টির অবস্থান সুদৃঢ় হয়।  এদিকে আগামী সংসদ নির্বাচনে দলীয়ভাবে ইতিমধ্যে হবিগঞ্জ-২ থেকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ-৩ থেকে জাপা প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ-৪ আসন থেকে জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গনির নাম ঘোষনা করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেতে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হামিদ জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে  হবিগঞ্জ-২ আসনের মনোনয়ন চাইলেন মিনহাজ উদ্দিন শরীফ রাসেল
গত রবিবার নিউহয়র্ক মহানগর আওয়ামীলীগের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় সৌজন্য সাক্ষাত করে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মনোনয়ন চেয়েছেন সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের বড় পুত্র নিউহয়র্ক মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল। তিনি প্রধানমন্ত্রীকে বলেন আমার বাবা আওয়ামীলীগের জন্য সারা জীবন কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমি নিউহয়র্ক মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং আমার ছোট ভাই ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক হয়ে সিলেট বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। এসব বিবেচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান। এ সময় প্রধানমন্ত্রী তাদের পরিবার এবং বানিয়াচং আজমিরীগঞ্জ বাসীর সার্বিক খোঁজ খবর নেন।

বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে
মাধবপুরে ছাত্রদলের মিছিল
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বুধবার বিকালে ছাত্রদলের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিল শেষে স্থানীয় বাসট্যান্ডে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সহসভাপতি সফিকউদ্দিন খান, আশরাফ ছিদ্দিকী জুয়েল, ছাত্রদল নেতা ফরাশউদ্দিন পিন্টু, আলমগীর কবির, রাজিব দেব রায় রাজু, এমদাদুল হক সুজন, ওমর ফারুক, আল জুমান, শিহাব,রনি আহম্মদ, জসিম শিকদার, মিজানুর রহমান, এমরান মিয়া, রিপন মিয়া, রুবেল খান, হাসান, শিমুল, মফিজুল, শাহিন, সোহাগ চৌধুরী প্রমূখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জাতীয় পর্যায়ে ভাল ফলাফল বয়ে আনতে আলিয়াপুঞ্জি স্কুলকে
জেলা প্রশাসকের ৫০ হাজার টাকা ও ৫টি ফুটবল অনুদান ॥ প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা গ্রহণ
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সিলেট বিভাগের চ্যাম্পিয়ন খাসিয়া অধুষ্যিত বাহুবল উপজেলার  আলিয়া পুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয় যাতে জাতীয় পর্যায়ে ভাল ফলাফল অর্জন করতে পারে তার জন্য  জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেছেন। একই সাথে সেখানে একটি প্রশিক্ষন ক্যাম্পের আয়োজনের পাশাপাশি ক্যাম্প পরিচালনার জন্য ৫টি ফুটবল প্রদান করেছেন।
গতকাল বিকেলে আলিয়া পুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধনকালে জেলা প্রশাসক এই অনুদানের ঘোষনা দেন। ক্যাম্প পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে হবিগঞ্জ জেলা দলের প্রশিক্ষক সাবেক ফুটবলার আব্দুর রহমানকে।
গতকাল বিকেলে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খাসিয়াপুঞ্জির প্রধানমন্ত্রী উপিয়াং টমপেয়ার, বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক ফরহাদ হোসনে কলি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বাসসের হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বাহুবল উপজেলা শিক্ষা কর্মকর্তা জৌতিষ চন্দ্র চন্দ ও আলীয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, বর্তমান সরকার খেলাধূলার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আলীয়পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট বিভাগে চ্যাম্পিয়ন হয়ে হবিগঞ্জের গৌরব বৃদ্ধি করেছে। বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম এই দলটিকে নিয়ে আশাবাদী জাতীয় পর্যায়েও তারা ভাল ফলাফল অর্জন করতে পারবে। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন ভাল ফলাফল অর্জনে আলীয়পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সহায়তা করার জন্য। তাই আমি সহযোগিতার উদ্যোগী হয়েছি। জাতীয় পার্যায়ে চ্যাম্পিয়ন হলে প্রশিক্ষক ও দলকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, আলীয়পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা দ্বিতীয়বারের ন্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপে হবিগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেয়। তাদের এই ভাল ফলাফল আলীয়াচড়া পাহাড়ে আনন্দের বন্যা এনে দিয়েছে।

সিলেটে খালেদা জিয়ার জনসভা সফল করতে
লাখাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্ততি সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৫ অক্টোবর সিলেটে বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে লাখাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালাউক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লাখাই থানা বিএনপির সভাপতি এডভোকেট আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা ওয়াহিদুজ্জামার আগা মিয়া, জয়নাল আবেদীন, আবু তাহের, মাহফুজুর রহমান চৌধুরী, মহিউদ্দিন শান্ত, মোস্তফা কামাল খসরু, জহিরুল ইসলাম হান্নান, শেখ ফরিদ মেম্বার, আব্দুল খালেক, যুবদল সভাপতি শাহ আলম গোলাপ, সেচ্ছাসেবকদল নেতা শামছুদ্দিন আহমেদ, জাসাস সভাপতি তুফাজ্জল হক, শ্রমিকদল সভাপতি মোক্তাদির তালুকদার, জাসাদ আহ্বায়ক সালাউদ্দিন ও ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান।

নিউফিল্ড মাঠে এরশাদের জনসভা সফল করতে শায়েস্তাগঞ্জে জাপার প্রচার মিছিল
৪ অক্টোবর ঐতিহাসিক জনসভায় সফল করতে হবিগঞ্জবাসীর প্রতি আতিকের আহবান
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪ আগষ্ট হবিগঞ্জ আগমন ও নিউ ফিল্ড মাঠে জনসভা সফল করার লে শায়ে¯-াগঞ্জে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল রাতে এক প্রচার মিছিল বের করা হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে এক পথ সভায় মিলিত হয়। পথসভায় শায়ে¯-াগঞ্জ থানা জাপার সভাপতি আমিনুল হক সাদেক মেম্বারের সভাপতিত্বে এবং পৌর জাপা সাধারন সম্পাদক ফার”ক মিয়ার পরিচলানায় অনুষ্ঠিত পথসভায় প্রধান তিথি’র বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জে কৃতি সš-ান  ইউরোপ জাতীয় পার্টি সভাপতি ও জাপা চেয়াম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সোবায়ান চৌধুরী, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনার কাউছার উল-গনি, জেলা জাপা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, জেলা কৃষক পার্টির আহবায়ক মঞ্জুর”ল হক মাসুদ, সদর উপজেলা জাপা সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার,  সহ-সভাপতি আব্দুস শহীদ মেম্বার, থানা জাপার সহ-সভাপতি আব্দুস ছামাদ, আব্দুল গফুর জিতু, আলী হোসেন,  সাধারণ সম্পাদক নজর”ল ইসলাম মেম্বার, মিজান আলী  যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, শাহ আলী আজম, আব্দুল কাদির, আব্দুল খাঁন, তৈয়ব আলী জার”, হিরণ মিয়া, সফিকুল হক বা”চু, ফার”ক মিয়া, ভিংরাজ,পৌর জাপার সাধারণ সম্পাদক ফার”ক, সহ-সভাপতি জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, হাছন আলী, জামাল আহমেদ, আব্দুল গনি, জাহাঙ্গীর চৌধুরী, সফিক মিয়া, সাব্বির চৌধুরী, আব্বাস আলী, আব্দুল মোতালেব সোহেল, আব্দুল জব্বার, শায়ে¯-াগঞ্জ পৌর যুবসংহতির আহবায়ক এস এম আক্তার আলী, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, মুখলিছুর রহমান, কুতুব আলী, ছমির মিয়া, আব্দুল কাউয়ুম, মুখছুদ আলী, শওকত আলী, বা”চু মিয়া, ফরিদ, তাহে, শাহাব উদ্দিন, হোসাইন আহমেদ প্রমুখ। পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, জাতীয় পার্টি একটি শাšি-পূর্ণ রাজনৈতিক সংগঠন। তিনি আগামী ৪ অক্টোবর এর হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এরশাদের জনসভা সফল করতে হবিগঞ্জবাসী প্রতি আহবান জানান।

জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক
১০ বছরের মধ্যে বাংলাদেশ
একটি উন্নত দেশে পরিনত হবে
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিক এর সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ মহসিনুল কবির খান, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। এতে বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, হবিগঞ্জ ব্যক্স সভাপতি শাহাবাজ চৌধুরী, সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোত্তাব্বির হোসেন, মৎস্য ব্যবসায়ী শাহ আলম সিদ্দিকী প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, আমাদের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে পারলে দেশ অর্থনীতিতে স্বনিভর হবে। তিনি বলেন, দেশে লাখ লাখ শিক্ষিত যুবক বেকার থাকলেও সততা, দক্ষতা ও কর্মস্পৃহা না থানায় তাদের চাকরী দেয়া সম্ভব হচ্ছে না। ফলে দেশের বিভিন্ন দপ্তরে ২ লক্ষাধিক শূন্যপদ রয়েছে। জেলা প্রশাসক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে। এক সময় দেখা যাবে বাংলাদেশ বিশ্বের নেতৃত্বে দিচ্ছে। তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে।

বানিয়াচং বড়ইউরি ইউপি’র হলদারপুর মাদ্রাসায়
মুসলিম সমাজ কল্যাণ সংস্থার টিউবওয়েল স্থাপন
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের হলদারপুর মাদ্রাসায় মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের উদ্যোগে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টিউবওয়েল স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুল সহিদ। সংস্থার প্রচার সম্পাদক মাওঃ রশিদ আহমদ খাঁনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার অর্থ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য মাওঃ লুৎফুর রহমান, মাদ্রাসার সভাপতি সাবেক মেম্বার আব্দুস সালাম, শিক্ষা সচিব মাওঃ জামাল আহমদ চৌধুরী, মাওঃ আব্দুল হক, মাওঃ আবিদুর রহমান, আব্দুল ওয়াহিদ, আব্দুল হক প্রমুখ।
উল্লেখ্য মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী এবং সেখানে বসবাসরত দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ টিউবওয়েল স্থাপন করা হয়। পরিশেষে মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী এর সস্ত্রীক হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি গমন করায় তার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

রিচি ইউনিয়নে দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা
প্রকল্প ও ইউনিয়ন পরিষদ শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ২নং আদর্শ রিচি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প ও ইউনিয়ন পরিষদ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইউপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ।
বক্তব্য রাখেন- দৈনিক তরফ বার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ সভাপতি শাহ ফখরুজ্জামান, কোষাধ্যক্ষ মামুন চৌধুরী, ইউপি মেম্বার অলিউর রহমান, জালাল মিয়া, আব্দুল কাইয়ুম, আমীর হোসেন, আবুল বাশার জুমন, নুরুল হক, আনোয়ার হোসেন সাজু, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার এস কে সাগর, দৈনিক আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী প্রমুখ।

সিলেটে খালেদা জিয়ার জনসভা সফল
করতে লাখাইয়ে বিএনপি প্রস্তুতি সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৫ অক্টোবর সিলেটে বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে লাখাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালাউক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লাখাই থানা বিএনপির সভাপতি এডভোকেট আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা ওয়াহিদুজ্জামার আগা মিয়া, জয়নাল আবেদীন, আবু তাহের, মাহফুজুর রহমান চৌধুরী, মহিউদ্দিন শান্ত, মোস্তফা কামাল খসরু, জহিরুল ইসলাম হান্নান, শেখ ফরিদ মেম্বার, আব্দুল খালেক, যুবদল সভাপতি শাহ আলম গোলাপ, সেচ্ছাসেবকদল নেতা শামছুদ্দিন আহমেদ, জাসাস সভাপতি তোফাজ্জল হক, শ্রমিকদল সভাপতি মোক্তাদির তালুকদার, জাসাদ আহ্বায়ক সালাউদ্দিন ও ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com