বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীবাওর সোয়াম্প ফরেস্ট পরিদর্শন করলেন হবিগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের আরেক বৃহত্তম সোয়াম্প ফরেস্ট বানিয়াচঙ্গের লক্ষ্মীবাওর পরিদর্শন করেছেন হবিগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ শাহ নেওয়াজের আমন্ত্রণে হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালীম, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ফ্রিল্যান্স সাংবাদিক ও হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মমিন। তাদের সাথে যোগ দেন ঢাকা থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিক, শাওন ও তন্বী। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক আবু ইউসুফ, মতিউর রহমান মুতি, আব্দুস সালাম, জুয়েল ও জুনেদ।
পরিদর্শনকালে সাংবাদিক নেতৃবৃন্দ দেখতে পান সৌন্দর্য্যমন্ডিত সোয়াম্প ফরেস্টের চারপাশে থাকা বিভিন্ন গাছ কেটে নিচ্ছে এক শ্রেণীর দুর্বৃত্তরা। গাছ কেটে নেয়ায় সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রকৃতি প্রেমিক ও সৌন্দর্য্য পিপাসু মানুষকে কাছে টেনে নেয়ার সবটুকু আকর্ষণ থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিচিতি ও উন্নয়নের অভাবে অপার সম্ভাবনাময় এই জলাবন বিনষ্ট হচ্ছে। জলের মধ্যে বনের অনাবিল সৌন্দর্য্য উপভোগ করতে বর্ষায় নৌকা, হেমন্তে মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে যেতে হয় এই জলাবনে। এ বনে রয়েছে মেছোবাঘ, শিয়াল, লাড্ডুকা, কেউটে, গুইসাপ, গুখড়া, দারাইশসহ নানা প্রজাতির বিষধর সাপ। বর্ষায় ঢেউহীন স্বচ্ছ জলের সঙ্গে মিতালি গড়ে ওঠে বাহারি প্রজাতের বৃক্ষলতার। হেমন্তে দৃশ্য পায় ছোট ছোট পাহাড়ের ন্যায়। শীতে দেশী-বিদেশী পাখির কলকাকলিতে মুখরিত হয় নির্জন এই জলাবন। এ জলাবনে রয়েছে ছোট-বড় অসংখ্য জলাশয়। এসব জলাশয়ে মৎস্যর অভয়াশ্রম যেন হয়ে ওঠে অন্যরকম আবহ। পরিবেশবিদদের মতে, পৃথিবীতে ২২টি জলাবন রয়েছে। বাংলাদেশের একমাত্র জলাবন হচ্ছে সিলেটের রাতারগুল। রাতারগুলের মতোই বানিয়াচঙ্গের লক্ষ্মীবাওর জলাবন। তবে লক্ষ্মীবাওর জলাবনের আকার ও আয়তনের ব্যাপ্তি অনেক বড়। বানিয়াচঙ্গের উত্তরের নিভৃত হাওরের অথৈ জলরাশির মধ্যে অপূর্ব রূপ নিয়ে ভেসে আছে লক্ষ্মীবাওর জলাবন। এর দক্ষিণ দিকে লোহাচুড়া, উত্তরে খড়তি আর পশ্চিমে নলাই নদী। তার পূর্ব পাশে আবার রয়েছে গঙ্গাজলের হাওর। লক্ষ্মীবাওর জলাবনের আয়তন সাড়ে ৩ কিলোমিটার। দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান। কয়েকশ’ বছর আগে প্রকৃতিগতভাবেই এর সৃষ্টি বলে জানান স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com