শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আজ মাকালকান্দি গণহত্যা দিবস

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৮ ই আগষ্ট মাকালকান্দি গণহত্যা দিবস। ৭১’র এ দিনটিতে পাক হায়েনারা ওই গ্রামে গণহত্যাসহ অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট শ্মশানে পরিণত করেছিল পুরো গ্রামকে। হায়েনাদের কাছ থেকে সেদিন রক্ষা পায়নি শিশু, মহিলা ও বৃদ্ধরা। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে এনে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। সেদিনের বিভীষিকায় আজও শিউরে উঠেন গ্রামবাসী। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের হিন্দু অধ্যুষিত একটি দূর্গম গ্রামের নাম মাকালকান্দি। ভাটি বাংলার মুক্তিযোদ্ধাদের ঘাঁটি হিসেবে পরিচিত এই গ্রামটি ছিল পাকিস্তানী হানাদার বাহিনীর অন্যতম টার্গেট। ১৯৭১ সালের ১৫ আগস্ট হবিগঞ্জ সার্কিট হাউজে (তৎকালীন মহকুমা) শান্তি কমিটির সাথে পাকিস্তানী সেনা বাহিনীর কর্মকর্তারা এক সভায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় সশস্ত্র আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল । ১৮ ই আগষ্ট কাক ডাকা ভোরে হবিগঞ্জ থেকে ২৫/৩০ টি নৌকায় বিভিন্ন ধরণের অস্ত্র ও বানিয়াচংয়ের সৈয়দ ফজলুল হক মোতওয়াল্লী এবং মতিউর ও স্থানীয় রাজাকারদের সাথে নিয়ে মাকালকান্দি গ্রামে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। ওই গ্রামের করুণা সিন্ধু চৌধুরী জানান, নিরীহ গ্রামবাসী যখন চন্ডি মন্দিরে মনসা পূজোয় মগ্ন ছিল ঠিক সেই সময় চারদিক থেকে রাইফেল ও মেশিনগান দিয়ে অবিরাম গুলিবর্ষন করে শতাধিক মানুষকে হত্যা করে । তাদের তাণ্ডবে সারা গ্রাম জুড়ে এক নারকীয় অবস্থার সৃষ্টি হয়। যদিও সে সময় ৭৮ জনের পরিচয় পাওয়া গিয়েছিল। লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘর। বর্ষাকালে মাকালকান্দি গ্রামের চারিদিকে অথৈই পানি থাকায় নৌকা ছাড়া পালাবার আর কোন উপায় ছিলনা। অসহায় লোকজন কেউ পানিতে কেউবা ঝোপঝারে লুকিয়ে আত্মরক্ষার চেষ্ঠা চালিয়েও ব্যর্থ হন সে দিন। যারা আগ থেকে কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কেবল তারাই নৌকা নিয়ে পালাতে পেরেছিলেন। ছেলে হারা মিনতি রাণী পাল জানান, সেদিন হানাদার বাহিনীর সদস্যরা কোল থেকে আমার ৩ বছরের ছেলেকে কেড়ে নিয়ে গুলিকরে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল। এবং লাশগুলো সৎকার করার কোন উপায় ছিলনা বলে পচাঁ গন্ধের কারণে পাশের নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নিহতের স্বজনরা। নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের অনেক স্বজনরা জানান, ধর্মীয় পরিচয়ে মাকালকান্দি গ্রামের মানুষ হিন্দু সম্প্রদায় হওয়ায় পাক বাহিনী সেখানে স্মরণকালের নির্মম বিভিষীকাপুর্ণ গণহত্যা সংঘঠিত করে।
স্বাধীনতার ৪৩ বছর পরও এ গ্রামে বড় ধরনের স্মৃতিসৌধ, রাস্তাঘাট ও বিদ্যুৎ না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে যুদ্ধাপরাধীর বিচারের কাজ অতি দ্রুত কার্যকর করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কাছে জোর দাবী জানান তারা।
২০০৮ সালের ১৮ আগস্ট গণহত্যা দিবসে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকীর প্রচেষ্টায় এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সেই থেকে দিবসটি পালন করছে স্থানীয় লোকজন।
পাকিস্তানীদের হাতে সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন, কর্ণমোহন চৌধুরী, কৃপেন্দ্র চৌধুরী, কানু চৌধুরী, গিরিন্দ্র চৌধুরী, ধীরেন্দ্র চৌধুরী, নকুল দাশ, প্রমোদ চৌধুরী, অন্নদা চৌধুরী, মীরালাল চৌধুরী, জহরলাল দাশ, গুনেন্দ্র দাশ, হরেন্দ্র চৌধুরী, ধীরেন্দ্র চৌধুরী, গুরুচরণ চৌধুরী, রবীন্দ্র চৌধুরী, ফণিলাল দাশ, ইন্দ্রলাল দাশ, সরীন্দ্র দাশ, সূর্যমণি দাশ, অভিনয় চৌধুরী, গিরিষ চৌধুরী, জ্যোতিষ চৌধুরী, খোকা চৌধুরী, কুমেদ চৌধুরী, নৃপেন্দ্র দাশ, লবুরাম দাস, তরণী দাশ, দীনেশ দাশ, ঠাকুরচান দাশ, মনোরঞ্জন দাশ, খতন দাশ, সদয়চান দাশ, কুমোদিনী চৌধুরী, সরলাবালা চৌধুরী, ছানুবালা চৌধুরী, মিনুবালা চৌধুরী, তমালরাণী চৌধুরী, সুশীলাসুন্দরী চৌধুরী, নিত্যময়ী চৌধুরী, মুক্তলতা চৌধুরী, স্বপ্নারাণী চৌধুরী, ললিতারাণী চৌধুরী, মিলুরাণী চৌধুরী, পিলুরাণী চৌধুরী, উজ্জ্বলারাণী দাশ, সত্যময়ী দাশ, উন্মাদিনী দাশ, হেমলতা দাশ, সুচিত্রাবালা দাশ, ব্রহ্মময়ী দাশ, শুসীলাবালা দাশ, চিত্রাঙ্গ দাশ, বিপদনাসিনী চৌধুরী, সোহাগীবালা দাশ, শৈলজবালা দাশ, শোভারাণীবালা দাশ, অঞ্জুরাণী দাশ, মরীরাণী দাশ, লীরাণী দাশ, সোমেশ্বরী দাশ, চিত্রময়ী চৌধুরী, শ্যামলা চৌধুরী, তরঙ্গময়ী চৌধুরী, সরস্বতা চৌধুরী ও সরুজনী চৌধুরী।
বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান জানান, ১৯৭১ সালের ১৮ আগষ্ট মাকালকান্দি গ্রামে নিরীহ শতাধিক মানুষকে পাকিস্তানীরা গুলি করে নির্মমভাবে হত্যা করে। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গ্রামে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধাদের স্বরণে সেই সমস্ত শহীদদের স্মৃতি সংরক্ষণ করার জন্য বানিয়াচংয়ে আগামীতে কেন্দ্রীয়ভাবে নতুন করে স্মৃতি সৌধ নির্মাণ করা হবে। জেলা মক্তিযুদ্ধা কমান্ডার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, মাকালকান্দি গ্রামে ১৯৭১ সালের ১৮ আগষ্ট যারা নিহত হয়েছিলেন তাদেরকে শহীদের তালিকায় স্বীকৃতি দেয়ার কাজ প্রক্রিয়াধীন আছে। তারা অবশ্যই শহীদের মর্যাদা পাওয়ার যোগ্য। এবং স্থানীয় রাজাকারদের নাম প্রকাশ করে তাদের উত্তরসুরীদের চিহ্নিত করে তাদের তালিকা করার আহবান জানান। বানিয়াচং উপজেলা আওয়ামীলী এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান জানান, মাকালকান্দি গ্রামে বর্তমান সরকারের পরিকল্পনায় আধুনিক স্মৃতি সৌধ গড়ে তোলা হবে। মাকালকান্দি গ্রামের উন্নয়নের জন্য আমার সহযোগীতা অবশ্যই থাকবে।
এক সময়ে ধন সম্পদে সমৃদ্ধ ভাটির জনপদের এই গ্রামের স্বজন হারানো পরিবারের দাবী সরকার দ্রুত শহীদদের নাম মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভূূক্ত করা। গ্রামে বড় ধরনের স্মৃতিসৌধ ও পর্যাপ্ত রাস্তাঘাট নিমার্ণ, স্কুল এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাসহ তাদের ন্যায্য স্বীকৃতি প্রদাণ করা। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com