শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আজ জাতীয় শোক দিবস

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় এ দিনটি পালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৮টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ। সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণ হতে শোক র‌্যালি ও মৌন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সেখানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় একই স্থানে বিনামূল্যে সুচিকিৎসা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। সাড়ে ১০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋণ বিতরণ করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জা, জেলা কারাগার, সরকারী শিশু পরিবার, এতিমখানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন খতম, বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্ ও নাত্ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অপরদিকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
১৯৭৫ সালের এ দিনটিতে একদল বিপথগামী সেনাসদস্য জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com