বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মাহমুদ-উল হকের বার এট-ল ডিগ্রী অর্জন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৪২৫ বা পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রবাসী হবিগনজ জেলার কৃতি সন্তান বিশিষ্ট সলিসিটর জনাব মাহমুদ-উল হক (মাসুম) বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন। গত ৩০ জুলাই ২০১৪ ইং তারিখে ইংল্যান্ডের লিংকনস্ ইন থেকে আনুষ্ঠানিকভাবে তিনি আইনশাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রী ব্যারিষ্টার-এট-ল উপাধি লাভ করেন। ব্যারিষ্টার হক দীর্ঘদিন যাবত বিভিন্ন সলিসিটর ফার্মসহ ঊহমষধহফ ঈরঃরুবহ অফারপব ইঁৎবধঁ এবং ঞড়বিৎ ঐবসষবঃং ঈধৎবৎং ঈবহঃবৎ এ ঝড়ষরপরঃড়ৎ এবং খবমধষ অফারংড়ৎ হিসেবে ¯’ানীয় ঈড়সসঁহরঃু তে সেবা প্রদান করে আসছেন। তাছাড়া এডভোকেট হিসেবে তিনি হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির একজন সম্মানিত সদস্য। ব্যারিষ্টার হক একজন ঈড়সসঁহরঃু অপঃরারংঃ হিসেবেও সুপরিচিত। তিনি ঐধনরমধহল উরংঃৎরপঃ ডবষ-ভধৎব অংংড়পরধঃরড়হ, ঘধনরমধহল ডবষ-ভধৎব অংংড়পরধঃরড়হ রহ টক ্ ঊঁৎড়ঢ়ব এবং ঘধনরমধহল ঊফঁপধঃরড়হ ঞৎঁংঃ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যারিষ্টার হকের পিতা মরহুম মোঃ সামছুল হক সাহেব হবিগনজ্ হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ব্যারিষ্টার হক হবিগনজ শহরের টাউন হল রোড্ নিবাসী এবং উনার বাড়ী নবীগনজ্ উপজেলার বাগাউড়া গ্রামে।
ব্যারিষ্টার মাহমুদ-উল হক তাহার ভবিষ্যত জীবনে উত্তরোত্তর সাফল্যের জন্য যুক্তরাজ্যের বাংলাদেশী ঈড়সসঁহরঃু সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া / আশীর্বাদ কামনা করেছেন।
প্রয়োজনে মোবাইল ঃ ০০৪৪-৭৮৮-৬৪০-৯১৯৮
(বাংলাদেশ সময় ঃ দুপুর ৩ টা থেকে রাত ১০ টার মধ্যে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com