বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মাধবপুরে সোহেল হত্যাকাণ্ড ॥ ৪ মাসেও কোনো আসামী গ্রেফতার হয়নি ॥ মামলা প্রত্যাহারের হুমকি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪
  • ৩৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ “আমার ছেলেরে গুলি কইরা মারছে, আমার স্বামী জেল খাটে, আবার আমারে হুমকি দেয় মামলা না তুললে আমার ছেলের মতন আমরারেও গুলি কইরা মারব, বাবা আপনেরা কন অহন আমি কোন রহম অবস্থায় আছি, ৪টি মাইয়ার পর আমার একটা ছেলে হইছিল আমার ছেলে ঝগড়াত যায়না, প্রাইভেট পড়ত গেছিল তারে ফরিদ ও তার লোকজন গুলি কইরা মারছে, আমরা গরিব, গরিবের কোনো বিচার নাই, ফরিদের লোকজন টেহা দিয়া আইন কিন্নালায়‘’। সাংবাদিক পরিচয় দিলেই হাও মাও করে কেঁদে এমন আকুতি জানান গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া সোহেলের মা খুর্শেদা খাতুন। চলতি বছরের ১৩ এপ্রিল মাধবপুর উপজেলার ধর্মঘর দিঘীর ইজারাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সোহেল। গতকাল দেখা হয় সোহেলের মা খুর্শেদা খাতুনের সাথে। তিনি কাঁদতে কাঁদতে আরো জানান, গত ৩০ জুলাই ঈদের পরের দিন রাত্রে সোহেল হত্যা মামলার ৩ জন আসামী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে খুর্শেদা সহ বাড়ির লোকজনকে ডেকে তুলে সোহেল হত্যা মামলা প্রত্যাহারের হুমকি দেয়। তারা বলে মামলা আপোষ বা প্রত্যাহার না করলে তর স্বামীরে জেলে আটকাইছি তোদেরকে তোর ছেলের মত গুলি করে হত্যা করব। তাড়াতাড়ি মামলা আপোষ কর। কথা বলতে বলতে ডুকড়ে কাঁদতে থাকেন নিহত সোহেলের মা খুর্শেদা খাতুন। তিনি জানান, সোহেল হত্যার আসামীরা বীরদর্পে হাট বাজারে ঘুরাফেরা করে মহড়া দিলেও তাদের কেউ কিছু বলেনি। সোহেল সম্পর্কে তিনি বলেন, ছেলে ছাড়া পিতা মাতা কিভাবে বেঁচে থাকবো। আমার ছেলে ঝগড়াটে নয়। প্রাইভেট পড়তে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। নিজেদের লোকজনকে বাঁচাইতে গিয়া ফরিদ ও তার লোকজন কালা ডাকাতকে পরিকল্পিতভাবে হত্যা করে। কালা ডাকাতের হত্যার সঙ্গে আমরা জড়িত নয়। নির্দোষ ব্যক্তি হয়ে ছেলে হারানোর পরও আমার স্বামী সহ এলাকার লোকজন বিনা কারণে কালার মামলায় হাজত খাটছে। আর সোহেল হত্যার আসামীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে, মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। পুলিশ তাদেরকে কিছু বলেনি। এ ব্যাপারে সোহেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাদেরকে পাওয়া যাচ্ছে না। আসামীরা এলাকায় আছে এমন তথ্যও আমাদেরকে কেউ দেয়নি। উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারের জলমহালের টেন্ডারকে কেন্দ্র করে কালিকাপুর গ্রামের ফরিদ গংদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ধর্মঘর কলেজের ছাত্র ছাত্রলীগ কর্মী সোহেল। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণে আরো প্রায় ২০ জন আহত হয়। পরে নিহত ছাত্রলীগ কর্মী সোহেলের পিতা রুক্কু মিয়া বাদী হয়ে অহিদ হোসেন মুন্সীকে প্রধান আসামী করে ফরিদ মিয়া ও জসীম উদ্দিন সহ ১৯ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি মামলা করেন। সোহেলের মৃত্যুর পরদিন দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে শেরপুরে মারা যায় মারা যায় প্রতিপক্ষের আহত কালা মিয়া। তার এ মৃত্যুকে অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর বাজারের দিঘী ‘জলমহালের’ টেন্ডারের সিডিউল জমা দেওয়ার শেষ দিন ১৩ এপ্রিল রোববার ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতিকে বাদ দিয়ে ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া ও তার সহযোগি জসীম উদ্দিনের নেতৃত্বে একটি গ্র“প অন্যান্য মৎস্যজীবি সমিতিগুলোর সঙ্গে নিকুজিশন করে একটি টেন্ডার জমা দেয়। পরবর্তীতে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক হাবিবুর রহমান স্থানীয় আওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন পলাশ ও কাওছার আহম্মেদকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার জমা দিতে গেলে ফরিদের নেতৃত্বে তাদেরকে বাধা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কৌশলে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতি টেন্ডার জমা দিয়ে তারা জলমহালের লিজ প্রাপ্ত হয়। সন্ধ্যায় তারা ধর্র্মঘর পশ্চিম বাজারে একটি স্টলে বসে চা চক্র চলাকালীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কালিকাপুর গ্রামের হাজী চান মিয়ার ছেলে ফরিদ মিয়া, দেবনগর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে জসীম উদ্দিন এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রথমে রাস্তার উপর পলাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পলাশ দৌড়ে পালিয়ে গেলে চা চক্র চলা স্টলে হামলা চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১০ মিনিট তাণ্ডব চালিয়ে চান মিয়ার ছেলে ফরিদ মিয়া, মন্নর আলীর ছেলে জসীম উদ্দিন ও আব্দুল মালেকের ছেলে কালা মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় প্রায় ১৫/২০ রাউন্ড গুলির শব্দ শুনে প্রত্যক্ষদর্শীরা। গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন সোহেল মিয়া, আলামিন, তাউস মাষ্টার, মোস্তাক আহম্মেদ ফয়সল, বাবুল মিয়া, আকবর আলী, রুক্কু মিয়া, আক্কাস আলী, উমর আলী, সামছুজ্জামান, রুমান মিয়া, ফরিদ মিয়া, জসীম মিয়া, হারুন মিয়া, দুলাল মিয়া, বাবুল হোসেন, সন্তোষ মিয়া সহ প্রায় ২০ জন। হাসপাতালে নেওয়ার পর নিজনগর গ্রামের রুক্কু মিয়ার ছেলে সোহেল মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করা কালা মিয়া রহস্যজনকভাবে আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শী কয়েকজন। সোহেল হত্যাকান্ডের প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও এখনো আইনশৃংখলা রক্ষা বাহিনী কোনো আসামী গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি হামলার সময় ব্যবহৃত বন্দুক। এনিয়েও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ফরিদের বিরুদ্ধে অস্ত্র মামলা হলেও এরও কোনো অগ্রগতি নেই। সোহেলের মায়ের দাবি আমার ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা গরিব মানুষ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com