মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৬:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার রিচি ও সুলতানমামদপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও রিচি গ্রামে শালিসানের উপর হামলার ঘটনায় আগামী মঙ্গলবার শালিস অনুষ্টিত হবে। ওই ঘটনার মধ্যস্থতাকারীদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই। তাঁর সাথে রয়েছেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহদি উদ্দিন চৌধুরী। তাদের সাথে রয়েছেন সদর উপজেলা আইন শৃংখলা কমিটির গঠিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ।
এ ব্যাপারে শালিস কমিটির প্রধান সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সদর উপজেলার রিচি ও সুলতানমামদপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও রিচি গ্রামে শালিসানের উপর হামলা ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে সকল পক্ষের সাথে আলোচনাক্রমে আগামী ৫ আগষ্ট সকাল ১০ টায় কিবরিয়া মিলনায়তনে শালিস বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে।