বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে হকারদের সাথে এমপি কেয়া চৌধুরীর ইফতার ॥ শাড়ি বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও সিলেট জেলায় নিয়োজিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, নারী জাগরণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনা সরকার প্রতিশ্র“তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ প্রেম, দায়বদ্ধতা ও জবাবদিহিতা ছাড়া ভাগ্য পরিবর্তনের সুযোগ নেই। ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে OLYMPUS DIGITAL CAMERAবিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এমপি কেয়া চৌধুরী। গতকাল নবীগঞ্জ শহরে সংবাদপত্র এজেন্টভুক্ত হকারদের সাথে মিলিত হয়ে তিনি এসব কথা বলেন। অনেকটা নাটকীয়ভাবেই তিনি হকারদের সাথে ইফতারে মিলিত হন। তাকে স্বাগত জানান সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী ও ম্যানেজার মিয়াধন মিয়া। ইফতার শেষে হকারদের মাঝে শাড়ি বিতরণ করেন। পত্রিকা এজেন্ট মুশাহিদ আলী প্রতিক্রিয়ায় বলেন, পেশাগত জীবনের ৩০ বছর পর একজন সংসদ সদস্যের সাথে হকারদের নিয়ে ইফতার করেছি। অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। পত্রিকা হকার কামাল হোসেন, কফিল উদ্দিন, মোঃ আঃ রহিম, সজল মিয়া, জামাল হোসেন, আবুল কালাম, ইছমত মিয়া, মোঃ আলাল মিয়া, মোঃ আল আমিন, মুস্তাফিজুর রহমান, সুবিনুল ইসলাম, আহাদ মিয়া, অরবিন্দু দাশ, রতন দাশ, রশিদ আলী, দিলাওর মিয়া, বিলাল হোসেন, জালাল মিয়া, জাহাঙ্গীর হোসেন, আবেদ, জাকির, সুজন রায় প্রমূখ সংসদ সদস্যের সাথে ইফতারে মিলিত হন। তাদের প্রতি সম্মান প্রদর্শন ও ইফতারে মিলিত হওয়ায় কমানন্ডেন্ট মরহুম মানিক চৌধুরী কন্যা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হকারবৃন্দ। প্রত্যেকেই একটি করে মূল্যবান জামদানির কাতান শাড়ি পেয়ে আনন্দিত হন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত ১৩ ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের মধ্যে দরিদ্রদের বিতরণের জন্য ত্রাণের শাড়ি এবং শার্ট ও পাঞ্জাবির পিছ দেন এমপি কেয়া চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র পাল রবি, আওয়ামীলীগ নেতা এমদাদুর রহমান চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com