বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে অটো রিক্সা শ্রমিক বিরোধের নেপথ্যে

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পাঁচদিন বন্ধের পর উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগে গতকাল থেকে বিভিন্ন সড়কে অটোরিক্সা (সিএনজি) চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের বিদ্যমান বিরোধ, পুলিশের টোকেন মানি, শ্রমিক নেতাদের সিরিয়াল চাঁদাবাজী এবং ষ্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের লড়াইয়ে জন-জীবনে দুর্ভোগ নেমে আসে। এনিয়ে ২ জুলাই কুর্শি ইউনিয়নের প্রতিবাদ মুখর শ্রমিকদের সাথে আউশকান্দির অভিযুক্ত শ্রমিকদের সংঘর্ষ হয়। এঘটনায় সড়ক অবরোধ, হামলা পাল্টা হামলায় আতংক দেখা দেয়। শ্রমিক ও মালিকদের পৃথক নির্বাচিত কমিটি গঠন, মালিক সমিতির ক্ষমতায়ন, প্রয়োজনীয় সিএনজি ষ্ট্যান্ড ও ম্যানেজার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সিরিয়াল চাঁদাবজী ও পুলিশের টোকেন মানি পরিশোধে অতিষ্ঠ মালিক ও নিরীহ শ্রমিক। পুলিশ ও অসাধু শ্রমিক নেতাদের যোগসাজশে এনিয়ে কার্যকর উদ্যোগ ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। বিরোধ নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন স্থানীয় সাংসদ মুনিম চৌধুরী বাবু। পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, ২ জুলাই সংঘর্ষ ও দু’দল শ্রমিকের মারমুখী অবস্থানে স্থানীয় উদ্যোগ ব্যর্থ হয়। ৫ জুন আইন শৃংখলা কমিটির সভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমদুল হককে দায়িত্ব দেয়া হয়। মাহমুদুল হক নির্বাহী ক্ষমতায় (ম্যাজিষ্ট্রিট) নোটিশ দিয়ে শ্রমিক নেতাদের উপজেলায় তলব করেন। ২৩টি অটোরিক্সা (সিএনজি ষ্ট্যান্ড) ষ্ট্যান্ড সমিতির নেতারা ৭জুলাই বিকেলে উপজেলা হলরুমে উপস্থিত হন। প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং শ্রমিক নেতাদের সমন্বয়ে বিরোধ নিরসনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ এম এ মুুনিম চৌধুরী বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার নাজমূল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত হোসেন, উপজেলা জাপার আহবায়ক আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আউশকান্দি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা এম এ মতিনসহ আওয়ামীলীগ, জাপা ও শ্রমিক নেতৃবৃন্দ। বৈঠক সূত্র জানায়, জনদুর্ভোগ লাগবে উপজেলার সকল সড়কে অটোরিক্সা (সিএনজি) চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। শ্রমিক নেতারা ঐক্যমত পোষণ করেন। ঈদুল ফিতরের পর বিরোধ নিরসনে চুড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখিত সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিক ফৌজদারী আইনে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেয়া হয়। গতকাল থেকে সকল সড়কে অটোরিক্সা চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com