মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

ইরাকে আতঙ্কে বাংলাদেশীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৪০১ বা পড়া হয়েছে

এক্সপ্রে ডেক্স ॥ এ যেন এক অঘোষিত কারাগার। বাইরে যাওয়া বন্ধ। কারণে-অকারণে নির্যাতন। হত্যার হুমকি। এসবই এখন নিত্যসঙ্গী ইরাকে কর্মরত বাংলাদেশী অভিবাসীদের। ইরাকে শিয়া-সুন্নি দাঙ্গা শুরু হওয়ার পর থেকে এ অবস্থায়ই আছেন তারা। সেখানকার সুন্নি সম্প্রদায়ের সঙ্গে ন্যূনতম যোগাযোগ না থাকলেও শুধু সম্প্রদায়গত মিল থাকার কারণে অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছে ইরাকে কাজ নিয়ে যাওয়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের সুন্নি সম্প্রদায়। বলা হচ্ছে শিয়াদের ওপর যদি হামলা হয় তাহলে কাউকেই ছাড়বে না তারা। এছাড়া সুন্নি সমপ্রদায় মোতাবেক ধর্মীয় রীতি-নীতি পালনেও বাধা দেয় তারা। ইরাক থেকে ফিরে আসা কর্মীরা এভাবেই বর্ণনা দিয়েছেন সেখানকার বর্তমান পরিস্থিতি। এ নির্যাতন থেকে বাঁচতে মঙ্গলবার ব্যক্তিগত উদ্যোগে ইরাক থেকে ফিরে আসেন ৩১ বাংলাদেশী। এর আগে আরও দু’দফায় শতাধিক বাংলাদেশী দেশে ফেরেন। ফিরে আসা বাংলাদেশীদের অভিযোগ, তাদের রক্ষার জন্য ইরাকের বাংলাদেশী দূতাবাস কোন ভূমিকাই রাখছে না। বরং অনেক সময় তাদের সাহায্য-সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। অভিবাসীদের সেদেশে নিরাপত্তা দিতে বা নিরাপদে দেশে পাঠাতে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, এ ব্যাপারে কোন সহযোগিতা চাইলে আমাদের কি করার আছে বলে দায় এড়িয়ে যান দূতাবাস কর্মকর্তারা। মঙ্গলবার ফিরে আসা মানিকগঞ্জের রাকিব হাসান জানান, গত বছরের ৭ই ডিসেম্বর ৫০ বাংলাদেশীর সঙ্গে তিনিও ইরাকে পাড়ি জমান। এর মধ্যে থেকে দু’জন ফিরে এসেছেন। বাকিরা আসতে পারছেন না। তারা ইরাকের বিসমায়া নিউ সিটি প্রজেক্টের অধীনে একটি হাউজিং কোম্পানিতে কাজ করেন। কোম্পানিটি কোরিয়ানদের তত্ত্বাবধানে রয়েছে। তিনি জানান, মেয়াদ বৃদ্ধির শর্তে ১০ দিনের ভিসা দিয়ে কোরিয়ানরা তাদের সেখানে নিয়ে গিয়ে কাজ দেয়। কিন্তু পরবর্তীকালে ভিসার মেয়াদ বৃদ্ধি না করে নানা তালবাহানা করতে থাকে। ফলে ওই ১০ দিনের পর থেকেই সেখানে অবৈধ হয়ে যায় তারা। এ অজুহাতে বাইরে যাওয়াও ছিল বন্ধ। এরই মধ্যে শুরু হয় শিয়া-সুন্নি দাঙ্গা। শিয়া নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা রক্ষীরা শাসাতে থাকে- যদি তাদের ওপর হামলা চালানো হয় তাহলে তাদের বাঁচিয়ে রাখা হবে না। তাছাড়া শিয়াদের পদ্ধতিতে নামাজ আদায় না করলেও নির্যাতন চালানো হতো। এমনকি দাড়ি রাখলেও নির্যাতন করতো। বাংলাদেশী ইমামকে দাড়ি রাখার অপরাধেই তারা অমানুষিক নির্যাতন করেছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। সেখান থেকে আসতে কোন বাধা আছে কিনা জানতে চাইলে রাকিবুল হাসান বলেন, আগে বাধা ছিল না। কিন্তু এখন একসঙ্গে অনেকে চলে আসতে চাওয়ায় কোম্পানি রাজি হচ্ছে না। তাদের আসতে বাধা দিতে নিয়মিত সেনাবহিনী অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে। আপনি কিভাবে আসলেন জানতে চাইলে তিনি জানান, আমি এক মাস আগে চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম সেটি গত শুক্রবার গ্রহণ করা হয়। কিন্তু বর্তমান যারা অব্যাহতি চাইছেন তাদের আবেদন গৃহীত হচ্ছে না। রাকিবুল হাসান আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই যদি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা না হয় তাহলে তাদের ভাগ্যে কি ঘটবে নিশ্চিত করে বলা যাবে না। রাকিব যে এলাকায় থাকতেন সেখানে ছিল কঠোর নজরদারি। বের হওয়ার কোন সুযোগ ছিল না। ৩০০ মিটার পরপর সিসি ক্যামেরা বসানো আছে। ইমাম নির্যাতনের চিত্র গোপনে মোবাইলে ধারণ করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা রক্ষীদের তল্লাশির কারণে মেমোরিকার্ড আনতে পারিনি। আসার সময় ১৭ জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদের তল্লাশি চালানো হয়েছে। মাসিক ৭০০ ডলার বেতনে প্রশাসনিক পদে চাকরি করা রাকিবুল হাসানের ১ মাসের বেতন পাওনা রয়েছে। তবে তিনি বলেন সুস্থমতো ফিরে আসতে পেরেছি এটাই যথেষ্ট। রিপোর্টারকে রাকিব অনুরোধ করে জানান যেন এ নিয়ে বেশি করে লেখালেখি করেন। তারা ইরাকে থাকা বাংলাদেশীদের দুঃখ-দুর্ভোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তাদের সব অভিযোগ সত্য নয়। ইরাকের গোষ্ঠীগত দাঙ্গার ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আটকে পড়া কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এমনকি প্রয়োজনে ইরানে সরানোর প্রস্তুতিও নেয়া হয়েছে। তিনি বলেন, ইরাকের বাগদাদ কেন্দ্রিক খারাপ পরিস্থিতির উদ্ভব হলে প্রবাসী বাংলাদেশীদের ফিরিয়ে আনতে পূর্ণ প্রস্তুতি রয়েছে। লিবিয়া থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনতে যেমন কোন কথা ওঠেনি এবারও ঠিক ওই রকম কোন কথা উঠবে না। আমরা সব কিছু ঠিকঠাক রেখেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরাকে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে বাগদাদে বেশি সংখ্যায় বসবাস করেন। তাই বাগদাদ আক্রমণের দিকেই নজর বেশি রাখা হচ্ছে। ইরাকে প্রবাসীদের সার্বক্ষণিক সহযোগিতায় দু’টি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটিতে প্রায় ২০ হাজার শ্রমিক রয়েছেন। মানবজমিন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com