বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটের সাতছড়ির গহীন বনে টানা ১৯দিন পর র‌্যাবের অস্ত্র উদ্ধার অভিযান স্থগিত ॥ অব্যাহত থাকবে গোয়েন্দা তৎপরতা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি গহীন অরন্যে টানা ১৯ দিন অভিযান চালিয়ে বিপুল পরিমান সমরাস্ত্র উদ্ধারের পর র‌্যাব গতকাল সন্ধ্যায় অভিযান স্থগিত করেছে। তবে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে র‌্যাব সূত্র জানিয়েছে। ১৯ দিনের অভিযানে ৯টি বাংকার আবিস্কার করলেও ২টি বাংকার থেকে ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ৪টি ৭ দশমিক ৬ মিলিমিটার মেশিন গান, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, ১২ দশমিক ৭ মিলিমিটারের ১৩শ’ ৭৬টি গুলি, ৭ দশমিক ৬ মিলিমিটারের ১২ হাজার ৩০০টি গুলি, ১৯টি ম্যাগজিন, ১টি মেশিন গান ব্যারেল, ১৩টি এমজি এমনেশন বক্স, ৪০৪টি ওয়েল ক্যান, ২টি বেল্ট ও আগ্নেয়াস্ত্র পরিষ্কারক ল্যান্সিড ওয়েল ৪৬ আইএসও ভিসকো সিটি গ্রেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব এর ডিএডি সামিউল ইসলাম বাদী হয়ে ৪ জুন চুনারুঘাট থানায় একটি অস্ত্র আইনে ও একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর সেন্ট্রাল অডিন্যান্স ডিপো ও গাজীপুরের সেন্ট্রাল এমোন্যাশন ডিপোতে প্রেরণ করা হয়।
র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডির অফিসার সানা শামিনুর রহমান জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাতছড়ি এলাকা থেকে র‌্যাব সরিয়ে নেয়া হয়েছে। তবে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, র‌্যাব গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে সাতছড়ি টিপরা বস্তি ও পাহাড়ি অঞ্চল পর্যবেক্ষণ করে আসছিল। পর্যবেক্ষণে র‌্যাব গোয়েন্দা দল নিশ্চিত হয় সাতছড়ি পাহাড়ি অঞ্চলে মাটির নিচে বাংকারে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব কয়েকদিন ধরে সাতছড়ি বন ও আশপাশ এলাকায় বিপুল সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করে পুরো অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। গত ১ জুন থেকে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডির অফিসার সানা শামিনুর রহমান এর নেতৃত্বে শুরু হয় অভিযান। এতে অংশ নেয় শতাধিক র‌্যাব সদস্য, ডগ স্কোয়াড ও বোমা বিশেষজ্ঞ দল। আবিস্কার করা হয় বনের প্রায় এক’শ ফুট উঁচু টিলায় ১৩টি ও ত্রিপরা পল্লীতে দু’টি বাংকার। তবে ৩ জুন টিলায় অবস্থিত একটি বাংকার থেকে বিপুল পরিমান কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিন গান, মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৩ হাজার গুলি, ম্যাগজিন, এমজি এমনেশন বক্স, ওয়েল ক্যান উদ্ধার করা হয়। পরবর্তীতে ৪ জুন ও ৯জুন আরো অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। ৪ জুন র‌্যাব এর ডিজি মুখলেছুর রহমান ও র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান সাতছড়ি এলাকা পরিদর্শণ করেন। অব্যাহত থাকে র‌্যাবের অভিযান।
৪ জুন সাতছড়ি এলাকায় প্রেস ব্রিফিংকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, র‌্যাব অস্ত্র গুলাবারুদ উদ্ধারে সবসময় তৎপর। র‌্যাব প্রতিষ্টান পর থেকে বিগত ১১ বছরে হাজারের বেশী অবৈধ অস্ত্র ও ৯৬ হাজারের বেশী অবৈধ গুলাবারুদ উদ্ধার করেছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের তৎপরতা সব সময় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। চট্টগ্রাম থেকে উদ্ধারকৃত ১০ ট্রাক অস্ত্র ও ২০০৩ সনের ২৭ জুন বগুড়ার কাহালুর থেকে উদ্ধার কৃত অস্ত্রে সাথে সাতছড়িতে উদ্ধারকৃত অস্ত্রের অনেকটা মিল রয়েছে বলে হাবিবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান।
দীর্ঘ ১৯ দিনের অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র উদ্ধার করা হলেও এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com