শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

তৃতীয় দিন শনিবার থাকছে চারটি ম্যাচ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০১৪
  • ৩৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ব্রাজিল বিশ্বকাপের তৃতীয় দিনে আজ শনিবার থাকছে চারটি ম্যাচ। গ্র“প পর্বে আজকের ম্যাচে মুখোমুখী হবে কলম্বিয়া-গ্রিস, উরুগুয়ে-কোষ্টারিকা, জাপান-আইভোরিকোস্ট ও ইংল্যান্ড-ইতালি। গ্র“প ‘সি’ থেকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখী হবে কলম্বিয়া ও গ্রীস। বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের হেলো হরিজোন্তে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় উরুগুয়ের মুখোমুখী হবে কোষ্টারিকা। ব্রাজিলের ফোর্তালেজা স্টেডিয়ামে ‘বি’ গ্র“পের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখী হবে ইতালি এবং ইংল্যান্ড। ব্রাজিলের মানাউস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
শেষ ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় জাপানের মুখোমুখী হবে আইভরি কোস্ট।
আজকের খেলায় অংশগ্রহণকারী দলগুলোর একাদশ:
কলম্বিয়া:
দাভিদ ওসপিনা, সান্তিয়াগো আরিয়াস, লুই পেরা, মারিও ইয়েপেস, পাবলো আরমেরো, এদউইন ভ্যালেন্সিয়া, ফ্রেদি গুয়ারিন, ম্যাকনেলি তোরেস, জেমস রোদ্রিগেস, সাপাতে, সুনিগা, ভালদেস, আগিলার, সানচেস, কাদরাদো, গুতিয়েরেজ, মার্তিনেস, ইবারবো, কুইনতেরো।
গ্রিস:
ওরেস্টিস কারমেজিস, ভাসিলিস তোরোসিদিস, কোস্তাস মানোলাস, সাতিস পাপাস্থোপুলোস, হোজি হুলাবাস, আলেক্সান্দ্রোস, ইয়োরগোস কারাগোনিস, ইয়ানিস মাইনিয়াতিস, ইয়ুরগোস সামাইরাস, কোস্তাস মিত্রোয়ো, দিমিত্রিস সলিপিনপিদিস, জাভেলাস, আভরাম, সিয়োভাস, কেনে, ল্যাজারদোস, সামারিস, কাতসুরানিম, নিনিস, গেকাস।
উরুগুয়ে:
ফের্নান্দে মুসলেরা, ম্যাক্স পেরেইরা, ডিয়েগো লুগানো, ডিয়েগো গোদিন, মার্তিন কাসেরেস, ক্রিস্তিয়ান স্তানি. এগিদিও আরেবালো, নিকোলাস লোদেরো, ক্রিস্তিয়ান রোদ্রিগেস, এদিনসন কাভানি, লুইজ সুয়ারেজ, মার্তিন সিলভা, রোদরিগো মনোস, গিমেনেস, পেরিরা, গনদালেস, পেরেস, পারপানো, রামিরেস, হের্নান্দেস, ফোরলান, কাতেস, ফুসাইল।
কোস্টারিকা:
কেইয়ালর নাভাস, ক্রিস্টিয়ান গাম্বোয়া, জনি আকোস্তা, জিয়ানকারলো গনসালেস, মিচেল ইউমানা, দিয়াজ জুনিয়র, বারায়ান রুইস, সেলসো বোর্হেস, ইয়েতসিন তাহেদা, ক্রিস্টিয়ান বোলানোস, হোয়েল ক্যাম্পবেল, পেমবারটন, কামব্রোনেরো, রয় মিলার, দুয়ার্তে, কুবেরো, কালভো, বারান্তেস, সাবোরিও, উরেনা, ব্রেনেস।
ইংল্যান্ড:
জো হার্ট, গ্লেন জনসন, প্যারি কাহিল, ফিল জাগিয়েলকা, লেইটস বেইনস, স্টিভেন জেরার্ড, জ্যাক উইলশায়ার, অ্যাডাম লালানা, ড্যানিয়েল স্টারিজ, ওয়েইন রুনি, অক্সলেড-চেম্বারলেইন, বেন ফস্টার, ফ্রেজার ফস্টার, স্মলিং, জোন্স, মিলনার, হেন্ডারসন, বার্কলি, স্টালিং, ল্যাম্বার্ট, ওয়েলব্যাক, ল্যাম্পার্ড।
ইতালি:
জিয়ানলুইজি বুফন, ক্রিস্তিয়ান মাজ্জিও, আন্দ্রেয়া বারজাৎলি, জার্জিও চিয়েল্লি, দোমেনিকো ক্রিশ্চিতো, আন্দ্রেয়া পিয়েরলো, রিকার্দো মস্তোলিভো, দানিয়েল দে র‌্যাসি, আলেসসিও চেরসি, মারিও বালোতেল্লি, লরেনজো ইনসিগনে, সিরিও, পেরিন, পাস্কুয়াল, আবাতে, পালেত্তা, ভেররত্তি, মারকিজিও, কান্দ্রেভা, মত্তা, জিওভিঙ্কো, র‌্যাসি, কাসানো।
আইভরিকোস্ট:
বুবাকার ব্যারি, সের্হে অরিয়ের, কোলো তোরে, দিদিয়ের জোকোরা, আর্থার বোকা, রোমারিক, শিয়েক তিওতে, ইয়াইয়া তোরে, গেরভিনহো, সলোমান কালু, দিদিয়ের দ্রগবা, জাকপা, তিয়েনে, দিয়ে, ইসমাইল, গোসো, গ্রাদেল, সিও, বোনি, দাম্বিয়া।
জাপান:
এইজি কাওয়াশিমা, আতসুতো উচিদা, মায়া ইয়োশিদা, ইয়াসুয়ুকি কোন্নো, ইয়োতো নাগাতমো, ইয়াসুহিতো এনডো, মাকোতো হাসেবে, কেউসুকে হোন্ডা, শিনজি কাগাওয়া, শিনজি ওকাজাকি, মোরিশিগে, হিরোকি, গোতোকু, আওইয়ামা, ইয়ামাগুচি, হোসেনগাই, কিওতাকে, টায়োদা, কুদো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com