মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

সুনামগঞ্জের প্রবাসী বিএনপি নেতা অপহরণ মামলায় গ্রেফতারকৃত ॥ নবীগঞ্জের কসবায় ৩ খুনের প্রধান আসামী মাহমুদ জেলে

  • আপডেট টাইম বুধবার, ১১ জুন, ২০১৪
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ৩ জন নিহতের ঘটনার অন্যতম আসামী মাহমুদ বখত ওরফে মাহমুদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বছরাধিকাল ধরে পলাতক থাকা মাহমুদ সুনামগঞ্জের চাঞ্চল্যকর প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব অপহরণ মামলায় মাহমুদ গত ২১ মে গ্রেফতার হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামাল আহমেদের আদালতে তাকে হাজির করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে ২০১৩ সালের ১০ মে হামলার ঘটনায় গ্রেফতারকৃত মাহমুদের প্রতিপক্ষ স্বপন পক্ষের ৩ জন নিহত হয়। হামলাকারীরা ঘটনাটিকে আড়াল করতে কসবা গ্রামের মজিম উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), রহমত উল্লার ছেলে বাছিত আহমদ (৪৫) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ধাওরাইল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে সেবুল মিয়া (৩০) কে খুন করে লাশ বিবিয়ানরা নদীতে ফেলে দেয়। ১২ মে সকালে নদীতে ৩ জনের লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় কসবা গ্রামের ইকবাল হোসেন স্বপন বাদি হয়ে নঈমুদ্দিন, মাহমুদ বখত, মজিবুর রহমান মজু, ফারুক মিয়া, আবু শহিদ ও নফর উদ্দিনসহ ২’শ ৪জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি সুনামগঞ্জের প্রবাসী নেতা মুজিবুর রহমান মুজিব অপহরণ মামলায় সুনামগঞ্জের পুলিশ ২১ মে মাহমুদ বখতে গ্রেফতার করে। এদিকে মঙ্গলবার হবিগঞ্জ কোর্ট পুলিশ কসবার ৩ হত্যা মামলায় পলাতক মাহমুদকে সুনামগঞ্জ থেকে সকালে হবিগঞ্জ আদালতে নিয়ে আসে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান লিপাই মিয়ার লোকজনের সাথে একই গ্রামের পঞ্চায়েত পরে আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের সাথে ২ যুগ ধরে বিরোধ চলে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com