বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

‘কেমন বই চাই’ মতবিনিময় সভায় রাশেদা কে চৌধুরী একটি আনন্দময় প্রাণবন্ত বিজ্ঞানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়ন করানোর চেষ্টা করছি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৪০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘গণসাক্ষরতা অভিযান’ এর নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধ্রুী বলেছেন, বর্তমানে এই প্রযুক্তির যুগে স্কুলের শিক্ষার্থীরা কী পড়ছে, কি ভাবছে আমারা তার খবর রাখার সময় পাই না। সরকারের পক্ষ থেকে শতভাগ ভর্তির দাবি করা হচ্ছে। কিন্তু গতকাল আমি একটি চা বাগানে গিয়ে বারোটি শিশুকে পেয়েছি, যারা কখনও স্কুলে যায়নি। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সুন্দর মলাট, ভালো কাগজের কথা বলেছে, আরও বেশি বেশি ছবি দেওয়ার কথা বলেছে, গণিতে পর্যাপ্ত উদাহরণ দেওয়ার কথা বলেছে। শিক্ষকরা বিভিন্ন বইয়ে একই বিষয় একাধিকবার আসার কথা বলেছেন, অভিভাবকরা শিক্ষাক্ষেত্রে বৈষম্যের কথা বলেছেন-আমরা সবগুলো বিষয়ের সাথেই একমত। বর্তমানে দেশে একটি শিক্ষানীতি পাশ হয়েছে। এতে বৈষম্য দূর করার উদ্যোগ আছে। এছাড়া সরকার পরিবর্তনের সাথে পাঠ্যবইয়ে স্বাধীনতার ইতিহাস পাল্টে যাওয়ার বিষয়টিও দুঃখজনক। সবমিলিয়ে আমার সারাদেশে এ কর্মসূচিটি পালন করার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে একটি আদর্শ পাঠ্যপুস্তক প্রণয়ন করানোর চেষ্টা করছি। যেখানে শিক্ষাটা হয়ে উঠবে আনন্দময়, প্রাণবন্ত ও বিজ্ঞানসম্মত।
গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘কেমন বই চাই’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রাকৃতজন ও গণসাক্ষরতা অভিযান- এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিজিত কুমার চক্রবর্তী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধ্রুী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম আমেনা খাতুন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার খাতুন। এতে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক এম এ রব, জেলা নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিণি, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মায়িশা, বাঁধন, দেবযানী ও রুহান।
সভা শেষে দেউন্দি প্রতীক থিয়েটারের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com