বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

সাত বছর পর দেখা তারেক-কোকোর

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৩৭৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ প্রায় ৭ বছর পর গত সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর দেখা হয়েছে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবার ও সন্তানরাও এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি। এ সময় পুরো হোটেল-কক্ষের পরিবেশ গম্ভীর হয়ে ওঠে।শারীরিক চেকআপের জন্য যুক্তরাজ্যের লন্ডন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন তারেক রহমান। আগে থেকেই হোটেলে সপরিবারে অবস্থান করছিলেন কোকো। সেখানে আসামাত্রই দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন, একপর্যায়ে কেঁদে ফেলেন। রাজধানীর সেনানিবাসের বাড়ি থেকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। একই বছরের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর দুই ভাইয়ের আর দেখা হয়নি। যদিও পৃথকভাবে তারেক রহমান ও কোকোর সঙ্গে সাক্ষাৎ হয় মা খালেদা জিয়ার।
চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে যান। একই বছরের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান আরাফাত রহমান কোকো। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে তিনি মালয়েশিয়ায় যান। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন খালেদা জিয়ার এই ছোট ছেলে।
এদিকে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান কুয়ালালামপুরে গেছেন জালান কিয়া পেংয়ে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষা করাতে। তবে অন্য সূত্রে জানা যায়, বিএনপির বর্তমান অন্তর্কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা থেকে বের করে কীভাবে দলকে চাঙ্গা করা যায়, সে বিষয়ে কোকোর সঙ্গে পরামর্শের জন্য মালয়েশিয়া গেছেন তিনি।
মালয়েশিয়া বিএনপি নেতারা জানিয়েছেন, এলিট ফোর্স র‌্যাব বিলুপ্তির দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। ৯ জুন এ কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে। তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর না গেলে হয়তো ৮ জুন মালয়েশিয়ায় বিএনপির আরেকটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তারেক রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com