বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

ুদীর্ঘ ৯ বছর পর আবারো আলোচনায় ত্রিপরা পল্লী

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ‘অপারেশন সাতছড়ি’র পর আবারো আলোচনায় হবিগঞ্জের সাতছড়ির টিপরা পল্লী। ৯ বছর পর নতুন করে দেশ তথা বিশ্ববাসির নজরে এসেছে নিরীহ টিপরা সম্প্রদায়ের এ বসতি। সম্প্রতি এখান থেকে কামান বিধ্বংশী রকেট লাঞ্চার, রকেট , মেশিন গান , মেশিনগানের অতিরিক্ত ব্যারেল, ৭.২০ মিলিমিটার গুলি , ১২.০৭ পয়েন্ট-এর গুলি, রকেট চার্জার, এমজি এমিনেশন বক্স ,ওয়েল ক্যানসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করে এলিট ফোর্স র‌্যাব। কারা কি উদ্ধেশ্যে বিপুল পরিমান ওই গোলাবারুদ মজুদ করেছিল বা কারা এর যোগানদাতা-এ প্রশ্নের কোন উত্তর নেই কারো কাছে। এবারও অস্ত্র উদ্ধার হয়েছে পরিত্যাক্ত অবস্থায়। ওই এলাকায় আরো অস্ত্র থাকতে পারে বলে ধারনা করছে র‌্যাব। ২০০৩ সালের ২৮ মে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের মোহন নামের এক চা শ্রমিককে ৭৯ হাজার রূপিসহ আটক করে বিডিআর (বিজিবি)। এরপর শুরু হয় তোলপাড়। সাতছড়ির টিপরা পল্লীর রুবেল দেব বর্মার কাছ থেকে রূপিগুলো নিয়ে সে ভারত যাচ্ছিল বলে পুলিশী জিঞ্জাসাবাদে জানায় মোহন। এ সময় চুনারুঘাট উপজেলার ঠাকুরগাঁও, আবাদগাও, রেমা, উসমানপুর, ইকরতলী, নালুয়া চা বাগানের পশ্চিম টিলা, কালেঙ্গাসহ পাহাড়ের বিভিন্ন স্থানে ভারতীয় জঙ্গি সংগঠনের বহু ক্যাম্প ছিলো। অনেকের বাড়ীঘরেও ছিলো আস্তানা। ওই ক্যাম্পগুলো গুড়িয়ে দেয়া হয় আওয়ামীলগীগ সরকার ক্ষমতায় আসার পর। সে সময় ধরা পড়তে থাকে একের পর এক জঙ্গীদলের সদস্যরা। আটক হয় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ। ২০০৩ সালের ২৫ জুন বগুরার কাহালু উপজেলায় আনারসের ট্রাকে (ট্রাক নম্বর-ঢাকা মেট্রো-চ ১১-৩৩৬৬) ১৭৪ কেজি বিস্ফোরক এবং প্রায় ১ লাখ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধারের পর ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে সাতছড়ি। ওই ঘটনায় উঠে আসে সাতছড়ির আশিষ দেব বর্মার নামও। ড্রাইভার আলতু মিয়া, হেলপার স্বপন, আশিষের বন্ধু কিশোর দেব বর্মা, কাহালুর জোগারপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা আখলাকুর রহমান মিন্টু, স্ত্রী আনোয়ারা বিথি, মিন্টুর খালাতো ভাই দেলোয়ার, ঘনপাড়া গ্রামের শামীম ও সাতছড়ির ট্রাক মালিক আশিষ দেব বর্মাসহ কয়েকজনকে আসামী ও আটক করে পুলিশ। সাতছড়ির হেডম্যান যোগেজ দেব বর্মা ও তার পুত্র চিত্ররঞ্জন দেব বর্মাও আটক হয়। সবাইকে জিঞ্জাসাবাদ করা হয় ঢাকায়। তবে আশিষ এখনো পলাতক রয়েছে। সে ভারতের সিদাই এলাকায় আত্মগোপন করেছে বলে বিভিন্ন সুত্রে প্রকাশ। কাহালুতে গোলাবারুদ উদ্ধারের পর সাতছড়ি থেকে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত এটিটিএফ ও এনএলএফটি জঙ্গী সংগঠনের ক্যাম্প গুটিয়ে নিলে পুলিশ-বিজিবিসহ নানা সংস্থার কয়েক দফা অভিযান ও তল্লাশী পরিচালিত হয় জঙ্গলে। ভেঙ্গে দেয়া হয় জঙ্গী ঘাটি। হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মোস্তফা কামাল, চুনারুঘাট থানার ওসি মনিরুল ইসলাম এবং বিডিআরের কমান্ডিং অফিসার ঈমামুল হুদা’র নেতৃত্বে যৌথ অভিযানে জঙ্গী সংগঠনের আস্তানায় তল্লাশী অভিযান পরিচালিত হয়। কয়েক দফা অভিযানের পর পরিত্যাক্ত ঘোষনা করা হয় সাতছড়িসহ বিভিন্ন জঙ্গী আন্তানাকে। কিন্তু ২০০৩ সালের ৭ ডিসেম্বর ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী গ্র“প সাতছড়ি বিজিবি ক্যাম্পের অদূরে অবস্থিত শান্ত সুশীতল সাতছড়ি টিপরা পল্লীতে হামলা করে ও গ্রামবাসির উপর গুলি বর্ষন করে। সন্ত্রাসীরা পুড়িয়ে দেয় প্রবির ও সুর্য দেব বর্মাসহ আরো ৫ বাসিন্দার বসত ঘর। আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয় সেখানে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়। টিপরা পল্লীর বাসিন্দারা ফিরে আসে নিজ ঘরে। কিন্তু ২০০৪ সালের ১১ অক্টোবর সাতছড়ি থেকে বিমল বর্মা, বুতিরাম বর্মা, বিমল বর্মা, দিবেশ বর্মা, রাখেশ বর্মা, মঙ্গল বর্মা, হসিন্দর বর্মা, সবি বর্মা, ককাল বর্মা, বলেন্দ্র বর্মা, সমেনা বর্মা, বাইতান বর্মা, গজর বর্মা, বখর বর্মা, খালফু বর্মা অপিবনাই বর্মা ও দলনেতা সাকলাইন দেব বর্মা সহ ১৮ জঙ্গি এবং ২৫ সেট ভারতীয় সেনা বাহিনীর পোষাক, ২টি আধুনিক বন্দুক, ৯ রাউন্ড রাইফেলের গুলি এবং কিছু ভারতীয় রূপি আটকের পর আবারো নড়ে-চড়ে উঠে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। সাতছড়িতে বাড়ানো হয় গোয়েন্দা নজরধারী। এমন অবস্থায় চলে যায় ৯ বছর। গত রবিবার র‌্যাব হেডকোয়ার্টার ও র‌্যাব-৯ এর আড়াই শতাধিক সদস্য জঙ্গলঘেরা সেই সাতছড়িতে অবস্থান নেয়। র‌্যাব-৯ এর অধিনায়ক সানা শাহীনুর রহমানের নেতৃর্ত্বে সাতছড়ি বনবিটের অভ্যান্তরে এবং টিপরা পল্লীতে অভিযান পরিচালিত হয়। অভিন্নœ স্থল থেকে ভারতের ত্রিপুরা সীমান্ত ৩ কিলোমিটার। অভিযানে ত্রিপরা পল্লীতে দুইটি এবং পল্লীর অদুরে গভীর জঙ্গলে একটি টিলায় ৫টি ব্যাংকারের সন্ধান পায় তারা। ব্যাংকার গুলো ছিল ২০ থেকে ২৫ ফুট গভীর। আরসিসি ঢালাই করা ৫টি ব্যাংকারের মধ্যে একটি ব্যাংকার খুড়ে পাওয়া যায় কামান বিধ্বংশী রকেট লাঞ্চার ১টি, রকেট ২২২ টি, মেশিন গান ৪ টি, মেশিনগানের অতিরিক্ত ব্যারেল ৫টি, ৭.২০ মিলিমিটার গুলি ১১ হাজার ৬৬৭ রাউন্ড, ১২.০৭ পয়েন্ট-এর গুলি ১ হাজার ৩২০ রাউন্ড, ২৪৮টি রকেট চার্জার, এমজি এমিনেশন বক্স ১৩ টি ,ওয়েল ক্যান ৪০৪ টিসহ বিপুল পরিমান গোলাবারুদ। এ অভিযান চলে অত্যন্ত গোপনীয় ভাবে। র‌্যাবের এ অভিযান সম্পর্কে পুলিশ বা বিজিবি জোয়ানরা কিছুই জানতেন না। এ অভিযান দেখার জন্য সাংবাদিকের বহর নিয়ে হেলিকপ্টারে করে সাতছড়ি ছুটে আসেন র‌্যাবের মহা পরিচালক মুখলেছুর রহমান, সহকারি ডাইরেক্টর জেনারেল কর্ণেল জিয়াউল হাসান, মিডিয়া উইং কমান্ডের প্রধান কর্ণেল হাবিবুর রহমান, ব্যাটালিয়ান কমান্ডার মুফতি মাহমুদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। সাতছড়িতে ছুটে যান স্থানীয় মিডিয়া কর্মীরাও। গতকাল বৃহস্পতিবারও সাতছড়ির আনাচে-কানাচে তল্লাশী করেছে র‌্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদেও নামে পৃথক মামলা করেছে পুলিশ। র‌্যাব সদস্যের উপস্থিতির কারনে রবিবার রাতে ত্রিপরা পল্লীর পূরুষ বাসিন্দরা বসতি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে বুধবার ত্রিপরা পল্লীতে কিছু কিছু নারী বাসিন্দাদের ঘরের মধ্যে গুটিশুটি মেরে বসে থাকতে দেখা গেছে। ত্রিপরা পল্লীর হেডম্যান চিত্র রঞ্জন দেব বর্মার স্ত্রী সন্ধ্যা দেব বর্মা বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কারা এখানে মজুদ করেছে সে বিষয়ে পল্লীর কেউ অবগত নন। র‌্যাবের মিডিয়া উইং কমান্ডার হাবিবুর রহমান বলেছেন, কাহালুর গোলাবারুদের সাথে এর মিল আছে কিনা বা উদ্ধার হওয়া অস্ত্রগুলো তাজা কিনা তা এখনো তদন্ত করে দেখা হয়নি। তদন্তের পর বলা যাবে অস্ত্রগুলো কোন দেশের তৈরী বা কারা এনেছিল এ অস্ত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com