বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ পৌরসভা নির্বাচন ৭ মেয়র, ৪১ কাউন্সিলর ও ১৭ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শেষ ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার প্রার্থীরা বড় ধরনের শো-ডাউন করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের নিকট নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহীসহ ৭ জন মেয়র প্রার্থী, পুরুষ কাউন্সিলর পদে ৪১ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম, বিএনপির মো. এনামুল হক সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামছছুল হুদা, আওয়ামী লীগ বিদ্রোহী মো. মিজানুর রহমান, বিএনপির বিদ্রোহী মো. ইসলাম তরফদার, স্বতন্ত্র মো. বশিরুল আলম কাওছার ও গাজী মো. পারভেজ হাছান। ৯টি ওয়ার্ডে মোট ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। ১নং ওয়ার্ডে ৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন-মোঃ লুৎফুর রহমান (দুদু), মোঃ আবুল কাশেম, মোঃ কুতুব উদ্দিন, মোঃ আবুল হাসিম, ইকবাল হোসেন, বুলবুল আহমেদ রুমী, মোঃ ফরহাদ হোসেন টিটু। ২নং ওয়ার্ডে ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন মোঃ সিরাজুল ইসলাম (জীবন), মোঃ জাহির উদ্দিন, সোহেল আহমেদ। ৩নং ওয়ার্ডে ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন মোঃ আব্দুল আহাদ, দীলিপ দাস, শান্তনু দাস, সত্যজিৎ দাস, পান্না কুমার শীল। ৪নং ওয়ার্ডে ২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন মোহাম্মদ জুনায়েদ মিয়া, সুমন দাস। ৫নং ওয়ার্ডে ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন মোঃ শামছুর রহমান, কৌশিক আচার্য্য, গৌতম কুমার রায়। ৬নং ওয়ার্ডে ৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন টিপু আহমেদ, শাহ মোঃ জালাল উদ্দিন, নূরুল আমিন, শেখ নূর হোসেন, মোঃ এনামুল হক, মোঃ আমজাদ হুসাইন মনি। ৭নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন ৩ জন প্রার্থী। তারা হচ্ছেন মোঃ হারুন অল রশীদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ, মোঃ আব্দুল আউয়াল মজনু। ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন আলাউদ্দিন কদ্দুছ, আশরাফ আহমেদ হারুন, মোঃ আতাউর রহমান লিটন, মোঃ আলমগীর। ৯নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেন ৮ জন প্রার্থী। তারা হচ্ছেন মোহাম্মদ আব্দুল শহীদ, মোঃ সফিকুর রহমান সিতু, মোহাম্মদ মাহবুবুল হক (হেলাল), মোঃ মাহবুবুর রহমান, আব্দুল হক, আব্দুল জলিল, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, মোঃ শফিকুল ইসলাম। মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নৌকা প্রতীক পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আশাকরি হবিগঞ্জ পৌরসভার মানুষের মন জয় করে জননেত্রী শেখ হাসিনার নৌকা জয়ী করতে পারবো। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবিগঞ্জ পৌরসভার মানুষ নৌকায় ভোট দিয়ে তাকে জয়ী করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মো. সামছুল হুদা বলেন, যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তবে আমি অবশ্যই ইনশাআল্লাহ জয়ী হবো। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, পূর্বের সবগুলো নির্বাচনই অবাধ সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনও সুষ্ঠু হবে। প্রার্থীরাও আচরণবিধি মেনে চলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com