বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখার পাাাটুলিপাড়ার অদূরে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে ১ মাাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাাঁনের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক্সেভেটর আবার কোথাও বা ড্রেজার মেশিনের মাধ্যমে চলমান নদী বা জলাশয় থেকে কোন রকম সরকারি নির্দেশনা ছাড়াই বালু বা মাটি উত্তোলনের উদ্যোগ নিচ্ছে এলাকার একাধিক অসাধুচক্রের লোকজন। তেমনিভাবে উপজেলা প্রশাসনের তৎপরতা রয়েছে, অসাধুচক্রের বিরুদ্ধে। তাদের হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ। আদালত পরিচালনা করে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড বা অর্থদ- করা হচ্ছে। এর পরও থামছে না মাটি ও বালুখেকোদের অশুভ তৎপরতা। এরই ধারাবাহিকতায়, গতকাল বৃহস্পতিবার আজমিরীগঞ্জের জলসুখার পাটুলিপাড়ার অদূরে এক্সেভেটর মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের উদ্যোগ নেয় একটি অসাধুচক্র। গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন, রাত অনুমানিক ৮ টায় সরজমিনে ঘটনাস্থহলে ছুঁটে যান। একই সময় ফরিদপুুুরের নগরকান্দার ধামদালি গ্রামের বাসিন্দা বাবু ফকিরের পুত্র মোঃ শহিদ ফকির (২০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সময় বাকিরা দৌঁড়ে আত্মগোপন করে। বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ৪ এর ৫ ধারা অমান্য করে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে উল্লেখিত ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com