মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আব্দুল্লা মিয়া নামের এক মানসিক বিকারগ্রস্থ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গাদিশাল গ্রামের আঃ রেজাক মিয়ার বোন জামাই ছিলেন। স্থানীয় লোকজন ধারনা করছেন, রাতে কোন এক সময় তিনি নিজেই ডুবায় পড়ে মারা গেছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। দীর্ঘদিন পাগল অবস্থায় বাড়িতে বাঁধা ছিলেন বলে জানান এলাকাবাসী।