মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

নবীগঞ্জের আউশকান্দি উচ্চ বিদ্যালয় ও কলেজের সৃষ্ট বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৩৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐত্যিবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। সাবেক ইউপি চেয়রম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, প্রফেসর মোঃ আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাব, আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, বিশিষ্ট মুরুব্বি সামছুল আলম কনা মিয়া, মাওলানা মোস্তফা মিয়া, ডাঃ শাহ আবুল খয়ের, ছনাওর হোসেন খান, হাজী আতাউর রহমান, ময়না মিয়া, শাহনুর আলম, মুহিবুর রহমান হারুন, মুরশেদ আহমদ, সৈয়দ আনহার আলী, আব্দুল হামিদ নিকছন, হাজী আব্দুর রূপ, শফিউল আলম হেলাল, বদরুল ইসলাম বকুল, মোঃ তফাজ্জুল হক, গিয়াস উদ্দিন, আব্দুল হাকিম, ফজলু মিয়া, জয়নাল আবেদীন, এমএ আহমদ আজাদ, মুরাদ আহমদ, আব্দুল মুকিত প্রমুখ।
আলোচনা সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিন অভিযোগগুলি নতুন কমিটি যোগদানের পর খতিয়ে দেখার আশ্বাস দেন। গভর্ণিং বডির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থীর মধ্যে দুই জনকে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হয়। এরা হলেন- মোঃ ফজলু মিয়া ও আব্দুল হাকিম।
উল্লেখ্য, গত ২৯ মে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে এমএ মুনিম চৌধুরীর বাবুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com