বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে নির্বাচনীয় পথসভায় সাখাওয়াত হোসেন শফিক ॥ ‘দলীয় প্রার্থীর বিরোধী, গুপ্তচরদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে’

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩০৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে সাংগঠনিক সফরে এসে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, পৌর নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। দলের মধ্যে কোন উপকোন্দল সৃষ্টি করে দলীয় প্রার্থীকে ডুবানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও যথাযত ব্যবস্থা নেয়া হবে। দলের অনুপ্রবেশকারী ও গুপ্তচর এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতি রয়েছে। ইতিমধ্যে যারা জনপ্রতিনিধি হয়ে দুর্নীতি করেছেন তাদেরকে দলীয় ও প্রশাসনিক ভাবে বয়কট করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দুর্নীতির বিরুদ্ধেও দলীয় তদন্ত করা হচ্ছে অচিরেই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বিগত ইউপি ও উপজেলা নির্বাচনে কিছু দলীয় বিরোধী প্রার্থী ও নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করা হলেও এবার সেই সুযোগ দেয়া হবে না। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীর সমর্থনে পৌর আওয়ামীলীগের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন-পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী প্রমূখ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক আরো বলেন, পৌর নির্বাচনে নবীগঞ্জে ৭ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সর্বক্ষনিষ্ট প্রার্থী হিসেবে গোলাম রসূল রাহেল চৌধুরীকে মনোনীত করা হয়েছে আশা করি নবীন প্রবীনের সমন্বয়ে সবাই মিলে দলীয় কোন্দল ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com