শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে সোনার বাংলা একাডেমি পরিদর্শনে উপ-সচিব সচেতন জনগণকে মানবসেবা ও সভ্যতায় এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৩৮০ বা পড়া হয়েছে
সোনার বাংলা একাডেমীর শিক্ষার্থীদেও সাথে হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান।

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ও হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেছেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। সামাজিক উন্নয়ন, শৃংখলা এসবের মৌলিক ভিত্তি হচ্ছে শিক্ষা। শ্রেণিকক্ষে পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ প্রেম, প্রজন্মের প্রেরণা এবং সুস্থধারার জীবন ব্যবস্থা নিয়ে উদ্দীপনা দেয়া প্রয়োজন। সচেতন জনগণকে মানবসেবা ও সভ্যতায় এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হবে। বর্তমান সরকার শিক্ষায় আধুনিকায়ন ও ডিজিটালাইজড প্রযুক্তির সমন্বয়ে বিশ^ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার সোনার বাংলা একাডেমি ক্যাম্পাস পরিদর্শন, অভিবাবক ও সুধীজন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক সাংবাদিক এম এ বাছিত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক। বক্তব্য দেন, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর মিয়া, সাংবাদিক রাকিল হোসেন, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, উত্তর এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আবদুল মজিদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পলাশ রতন দাস, কাজী মাওলানা মাহবুব আহমদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আজিজুল হক চৌধুরী, ডাঃ হরিপদ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী তাহিদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেত্রী শেখ ছইফা রহমান কাকলী, কুর্শি ইউনিয়ন যুবদল সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর জাতীয় যুবসংহতির সদস্য সচিব রঞ্জু দেব, সাংবাদিক বুল বুল আহমদ, মোঃ মুকিত মিয়া, ফুটারমাটি এ-ওয়ান সমবায় সমিতির সাধারন সম্পাদক তছনু আহমদ চৌধুরী প্রমূখ। উপ-সচিব মাহমুদ হাসানকে একাডেমির ক্যাম্পাসে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ক্যাম্পাস পরিদর্শণ শেষে একটি গাছের ছাড়া রোপন করেন তিনি। আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com