বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

শহরের খোয়াই হাসপাতালের মালিকানা নিয়ে বিরোধ ॥ দীর্ঘদিন পর নিষ্পত্তি

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই হাসপাতালের মালিকানা নিয়ে বিরোধটি দীর্ঘদিন পর নিষ্পত্তি হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের মধ্যস্থতায় গত ১৩ ডিসেম্বর তার কার্যালয়ে আয়োজিত এক সালিশে এ বিরোধটি সমাধান হয়। জানা যায়, ওই হাসপাতালের লভ্যাংশকে কেন্দ্র করে মালিকদের মধ্যে বিরোধটি নিষ্পত্তির জন্য পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয় হাসপাতালের পরিচালক সোহেল মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ আনসারী, আমিনুল হক খান, তারেক আজিজের বিরুদ্ধে। পুলিশ সুপার উক্ত অভিযোগটি নিষ্পত্তির জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিলে গত ১৩ ডিসেম্বর উভয় পক্ষকে তার কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়। উভয় পক্ষের বক্তব্য অনুযায়ী খোয়াই হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যা লাভ হতো, তা তারা সমান ভাগে ভাগ করে নিয়েছেন। কিন্তু গত কয়েক মাস থেকে উক্ত হাসপাতালের লভ্যাংশকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মালিক পক্ষদের মধ্যে বিরোধের ফলে হাসপাতালের কর্মীদের বেতন বন্ধ থাকে। বিবাদী পক্ষের ভাষ্যমতে করোনা মহামারীর কারণে তাদের হাসপাতাল ২৫ লক্ষ টাকার লোকসান হয়। এই লোকসান কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এই লোকসানের কারণে হাসপাতাল থেকে লাভের অংশটুকু মালিক পক্ষ দেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘ ১০ ঘন্টা শুনানীর পর উভয়পক্ষের বিনিয়োগের টাকার হিসাব লোকসানের হিসাব এবং লভ্যাংশের টাকার হিসাব করে বাদী পক্ষের বিনিয়োগ এর টাকা আমিনুল হক খান এবং তারেক আজিজ খান বুঝিয়ে দিবেন। উভয় পক্ষ দীর্ঘদিন থেকে বন্ধ থাকা হাসপাতালের কর্মীদের বেতন পরিশোধ করবেন। হাসপাতালের যে ২৫ লক্ষ টাকার লোকসান হয়েছিল সেটি উভয়পক্ষ বহন করবেন। উল্লেখ্য, এ নিয়ে উভয়পক্ষ কয়েকবার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিদেরকে নিয়ে মীমাংসার জন্য বসলেও বিষয়টি সমাধান হয়নি। অবশেষে দীর্ঘক্ষণ শুনানি শেষে দীর্ঘ দিন ধরে চলমান বিরোধটি নিষ্পত্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com