শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

জেলা আওয়ামী লীগের আলোচনায় এমপি আবু জাহির ॥ বুদ্ধিজীবী হত্যার ক্ষতি আজও পূরণ হয়নি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আমাদের বুদ্ধিজীবীরা ছিলেন সূর্য সন্তান। ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকান্ডে বাঙালি জাতির যে ক্ষতি হয়েছে, যে মেধাশূন্যতা তৈরী হয়েছে, তা আজও পূরণ হয়নি। তাঁদের সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাদের বিবেক ছিল আমাদের সম্পদ। যারা তাদেরকে হত্যা করেছে তাদের বিচার না হলেও যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি বিশ্বাসঘাতকদের সহায়তায় বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিল। হত্যার তালিকায় ছিলেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতিসেবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ। ঘাতকদের উদ্দেশ্য ছিল এ জাতিকে মেধাশূন্য করে ফেলা। যাতে করে দেশ স্বাধীন হলেও এই দেশ স্বাধীনতার পুরো সুফল ভোগ করতে না পারে। এই ক্ষতি কখনও পূরণ হবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ। তিনি বাঙালি জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা সে স্বপ্ন বাস্তবায়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে পথরুদ্ধ করে দিতে একাত্তরের পরাজিত শক্তি নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, আতাউর রহমান সেলিম, এডভোকেট সুলতান মাহমুদ, হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট সুবীর রায়, হুমায়ুন কবীর রেজা, হাবিব খান, অ্যাডভোকেট সজল খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com