বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

লাখাইয়ে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে খাস জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেন। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় সংঘর্ষে আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, আবিদা খাতুন (৫৫), আমেনা খাতুন (৫৫) জুলেখা বেগম (৪৫), কুহিনূর আক্তার (৩২), শাহাদাত আলী (৪০), কাজল মিয়া (৪০) নাছিমা বেগম (২৭), সাহিদা বানু (৬০), সিরাজ মিয়া (৭০), বাছির মিয়া (৪৫), রিপন আহমেদ (২৫), রাকিব আহমেদ (২২), আলী মিয়া (২৬), মশাল বিবি (৭০), সুরুফা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৪০)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com