শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া মোঃ গোলাম পরওয়ার। বুধবার সকালে তিনি নবীগঞ্জ উপজেলায় নিহতদের বাড়ীতে যান, সকলের কবর জিয়ারত করেন এবং মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া মোঃ গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্রীয় সুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আমীর মোঃ আব্দুর রহমান, সিলেট মহানগরীর সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, হবিগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারী কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট নজরুল ইসলাম ও কাজী আব্দুর রউফ বাহার, নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা আমীর ইসমাইল হোসেন, ইউপি সদস্য জাহেদ আহমদ ও সাবেক ইউপি সদস্য আশরাফ আলী প্রমূখ।
জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া মোঃ গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা আমাদেরই স্বজন। তাদের অসহায় পরিবারের দিকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের ভরন পোষনের ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ অনুযায়ী আর্ত মানবতার কল্যানে অতীতে যেভাবে দাড়িঁয়েছিল, বর্তমানেও মানবতার কল্যানে পাশে আছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যানে পাশে থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com