শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩১৮ বা পড়া হয়েছে

বাহবল প্রতিনিধি ॥ বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত ১৩ ও ১৪ নভেম্বর মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হল-পুটিজুরি ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মোঃ কদর মিয়ার পুত্র মোঃ নূরুল ইসলাম (২৬), শেওড়াতলী গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান সোহাগ (২৫) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ রাকিব চৌধুরী (২৫)।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চলিতাতলা এলাকায় অভিযান চালিয়ে নূরুল ইসলাম ও হাবিবুর রহমান সোহাগ কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও পরদিন ১৪ নভেম্বর মধ্যরাতে রাকিব চৌধুরীকে বাহুবল এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূরুল ইসলামের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা-১২, তারিখ- ১৮/০২/২০১৫ইং, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড, মামলা নং- ০৮, তারিখ- ১২/০১/২০১৩ইং, ধারা- ৪৫৮/৩৮২ পেনাল কোড, মামলা নং- ১৬, তারিখ- ২৭/০৯/২০১৪ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডে এবং রাকিব চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানার মামলা নং- ১৩, তাং- ১২/১১/২০১৩ইং, ধারা- ৩৯৯/৪০২ মামলা রয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নূরুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ ও রাকিব চৌধুরী গত ২৫ সেপ্টেম্বর জাঙ্গালিয়া-বড়ইউড়ি রোডের কলেজ সংলগ্ন স্থানে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় জড়িত রয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com