মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

পল্লীবন্ধু এরশাদই এ দেশে গণতন্ত্রের বীজ রোপণ করেছেন-সাবেক এমপি বাবু

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে গণতন্ত্র দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জাতীয় যুবসংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমন দুদু, জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন চৌধুরী, উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হুসেন সুমন, সাধারণ সম্পাদক ফরহাদ ফুল, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সূত্রধর, সাধারণ সম্পাদক নুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হুসেন জনি, উপজেলা জাতীয় ছাত্রসমাজ সভাপতি স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, স্বেচ্ছাসেবক পার্টি নেতা সাইফুল ইসলাম, ছাত্রনেতা সাজ্জাদুর রহমান মাহি, সুলতান আহমদ, পারভেজ আহমদ সরওয়ার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বাবু বলেন আজকের যে গণতন্ত্র সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে তার মূল বীজ বপন করেছিলেন আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত রাখার আহবান জানান। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের শান্তি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com