বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

নবীগঞ্জে সড়কের উপর বাঁশের সাঁকো দুর্ভোগ নিয়ে চলাচল করছেন স্থানীয়রা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের-ভাটি শেরপুর ভায়া দূর্গাপুর সড়কের প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহালদশা। জন প্রতিনিধিদের আশার বাণী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভুক্তভোগী এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষকে। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই সড়কের অনেক স্থানে বড় বড় গর্তে ও কাদার জন্য যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের উপর বাঁশের সাঁকো দিয়ে চলা চল করতে হয় এলাকাবাসীরা। অল্প বৃষ্টি হলে বাঁশের সাঁকো দিয়েও চলাচল করতে পারেন না ভুক্তভোগী এলাকাবাসীরা। এতে প্রায়ই সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। সড়কের এই বেহালদশা দেখার যেন কেউ নেই। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে বেহালদশা বিরাজ করছে। এর মধ্যে বৃষ্টি হলে পানি জমে কাদা, নর্দমা একাকার হয়ে সড়কটি যেন পুকুরে পরিণত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের থেকে নবীগঞ্জ শহর ও ভাটি শেরপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক। এমন কি ওই গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি এই গ্রাম থেকে প্রায় ২শত শিক্ষার্থী প্রতিদিন নবীগঞ্জ ডিগ্রি কলেজ, জে,কে মডেল উচ্চবিদ্যালয়, হিরা মিয়া গাল্স হাই স্কুল, মাদ্রাসায় যাওয়া আসা করে। দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়া-আসার একমাত্র রাস্তা। ওই রাস্তা দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু ছাত্র-ছাত্রী স্কুলের শিক্ষক-শিক্ষিকা হাটু পর্যন্ত কাদা ভেঙে প্রতিদিন স্কুল করেন। সেই সঙ্গে বিপাকে পড়েছেন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা গর্তগুলোতে বৃষ্টির পানি জমে যেন পুকুরে পরিণত হয়ে যায় সড়কটি খানাখন্দের কারণে সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ ছাড়া সড়কে যানবাহনগুলো সড়কের কাদার কারণে দুর্ঘটনায় পড়ছে। এ জন্য ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। কলেজ পড়ুয়া এক ছাত্র এ প্রতিবেদককে জানায়, আমরা প্রায় ২ কি.মি. পায়ে হেঁটে পাকা রাস্তায় গিয়ে গাড়িতে উঠে কলেজে যাই, কারণ আমাদের চলাচলের প্রধান এই সড়কের এমন অবস্থা হয়েছে যে, যেখানে যেতে ২০/২৫ মিনিটে কলেজে পৌঁছার কথা সেখানে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। সড়কের দশা বেহাল হওয়ায় আগের মতো গাড়ি পাওয়া যায় না, তাই অপেক্ষা করে সময় নষ্ট না করে আমরা পায়ে হেঁটেই কলেজে যাই। চরম বিপাকে পড়তে হয় পরীক্ষার সময়। কারণ পরীক্ষার নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া যায় না। তাই রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের প্রদক্ষেপ নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। স্কুলে যাতায়াতের প্রধান সমস্যা কি এ প্রসঙ্গে জানতে চাইলে স্কুলের পড়ুয়া এক ছাত্র জানায়, সামান্য বৃষ্টি হলেই আমাদের সমস্যায় পড়তে হয়। কারণ রাস্তার অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের মধ্যে ময়লা জমে থাকে। ময়লা পানিতে কাপড় নোংরা হয়ে যায়।স্থানীয় লোকজন জানান, দীর্ঘ কয়েক বছর আগে ইটসলিং করা হয়েছিল দীর্ঘদিন হয়ে যাওয়ায় সড়কের বেশিরভাগ অংশে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। মা, বোনেরা গর্ভবতী হলে হাসপাতালে চিকিৎসার জন্য অনেক অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীকে।গর্ভবতী মা, বোনদের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি পর্যন্তই রাস্তায় আসতে ভয় পায়। তাই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com