বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

আউশকান্দিতে মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে বক্তারা ॥ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলা ধূলার বিকল্প নেই

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টু শেরপুর রোডস্থ সাউথ সাউথ প্যাডের সামনে নেহার মিয়া চৌধুরী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২০ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ৬৪টি ফুবটল টুর্নামেন্ট অংশ গ্রহন করেন। এতে উক্ত মিনি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শাহ মুস্তাকিম আলী প্রিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী রাজু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উস্তার মিয়া, খালেদ আহমদ জজ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি বুলবুল আহমদ, নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিট এর সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, জয়যাত্রী টিভির নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। খেলা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, নোমান চৌধুরী, আব্দুল আমিন কামাল, এহসান উদ্দিন চৌধুরী, নাবিল ইসলাম চৌধুরী, রায়হান চৌধুরী, শাহ মেরাজ আলী, নাসির চৌধুরী, সরদার সুহাদ, আবুল কালাম প্রমূখ। উক্ত খেলাটি সহযোগীতা করেন, যুক্তরাজ্য প্রবাসী তুহিন চৌধুরী, শাহ গোলাম মুর্শেদ, আতাউর চৌধুরী, ফরহাদুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন শেষে অতিথিরা মাঠে প্রবেশ করে ফুটবলের সট দিয়ে একটি গোল করেন। পরে খেলা শুরু হয়। এতে ৬৪টি টিমের মধ্যে টচ দিয়ে খেলা শুরু হয়। প্রথম রাউন্ডে কলি ফ্যাশন বনাম রুয়াইল এর মধ্যে ৫ মিনিট করে খেলা হয়। এতে রুয়াইলকে ১ গোলে হারিয়ে কলি ফ্যাশন জয়ী হয়। উক্ত খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ফুটবল প্রেমী মাঠের চারদিক ঘিরে খেলা উপভোগ করেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, খেলাধূলা ছাড়া সমাজের দূর্নীতি ও মাদককে দুর করা যাবেনা। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলা ধূলার বিকল্প নেই। তাই খেলাধূলার মাধ্যমে আমাদের যুব সমাজকে আগ্রহ করতে হবে। যুক্তরাজ্য প্রবাসী নেহার মিয়া চৌধুরী প্রবাসে থেকেও দেশের যুব সমাজ মাদক ছেড়ে ক্রীড়াঙ্গনে উৎসাহিত করার জন্য নেহার চৌধুরীর ভুয়সী প্রশংসা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com