শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “বিভেদ নয় ঐক্য চাই, চুনারুঘাটবাসীকে পাশে চাই” এই শ্লোগানকে সামনে রেখে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চুনারুঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গত পহেলা জুন ২০২০ খ্রিঃ গঠিত হয় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও শিার মান-উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলার উত্তর বাজার “নতুন কুঁড়ি বিদ্যানিকেতন” স্কুলে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষ্যে দরিদ্রদের মধ্য নগদ অর্থ প্রদান, মাদক বিরোধী রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ জেলা কো-অরডিনেটর নাসির হোসাইন তানভীরের পরিচলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ নাঈম তরফদার সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, বিশেষ অতিথি ছিলেন ১০নং মিরাশী ইউপি’র সাবেক চেয়াম্যান হুসাইন আলী রাজন ও এডভোকেট মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠতা মীর রাজিব, আব্দুল কাইয়ুম আক্তার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, কাজী আব্দুল আজিজ মাষ্টার, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মারুফ চৌধুরী, মাদক বিরোধী শক্তি চুনারুঘাটের সভাপতি সাংবাদিক খন্দকার মায়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ্, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, প্রতিবন্ধী অধিকার সংরণ ও উন্নয়ন পরিষদের সেক্রেটারি আবুল কাশেম সুমন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা চুনারুঘাট প্রবাসীদের এই মহতি উদ্দ্যোগতে স্বাগত জানিয়ে বলেন, এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মাধ্যমে চুনারুঘাটসহ হবিগঞ্জ জেলাবাসী উপকৃত হবে। তারা সংগঠন পরিচালনায় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com