বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে ইয়াছমিনের মৃত্যু ॥ গ্রেফতারকৃত যুবকের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদ্রাসার ছাত্রী ইয়াছমিন (১৪) চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়ে মারা গেছে। গ্রেফতারকৃত উপজেলার রাজনগর গ্রামের মালু মিয়ার ছেলে ইব্রাহিম (১৪) এর দেয়া ১৬০ ধারায় আদালতে দেয়া স্বীকারোক্তিতে এ তথ্য জানা গেছে। ইব্রাহিমের সাথে ইয়াছমিনের প্রেমের সম্পর্ক ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর গোলাম তস্তগীর আহমেদ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে গত রোববার রাতে মোবাইল ফোনের সূত্র ধরে মনতলা থেকে আটক করা হয়। ইয়াছমিনকে বহনকারী রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি (অটোরিক্সা)টি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার রামপুর গ্যারেজ থেকে জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আটক ইব্রাহিম হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সূত্রে জানা যায়-রাজনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে সিএনজি চালক মোবারক (২৬)কে ৩ অক্টোবর ভোরবেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আসে ইব্রাহিম। পরে এরা সিএনজি নিয়ে মনতলা রেলস্টেশনের দিকে যায়। কিছুদুর গিয়ে আবার সিএনজিটি ঘুরিয়ে মনতলা জনতা ব্যাংকের কাছে আসে। কিছুক্ষণ পর ওই সিএনজিতে এসে ইয়াছমিন ওঠে। গাড়ীতে ওঠার পরই মোবারক আজই পালিয়ে ইব্রাহিমকে বিয়ে করার জন্য ইয়াছমিনকে প্রস্তাব দেয়। এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়াছমিন। এতে ক্ষিপ্ত হয়ে দ্রুতগতিতে সিএনজি চালাতে থাকে মোবারক। ইয়াছমিনের বাড়ীর রাস্তা পার হওয়ার পর তাকে নামিয়ে দিতে বলে। কিন্তু তাকে না নামিয়ে সিএনজির গতি আরো বাড়িয়ে দেয়। এতে উপায়ান্তর না দেখে ইয়াছমিন চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। পরে মারা যায়। এসময় মোবারক গাড়ী নিয়ে দ্রুত মাধবপুর হয়ে আদাঐর চলে আসে। সেখান থেকে যাত্রী পরিবহন করে ওই গাড়ীটি নিয়ে মোবারক ব্রাহ্মণবাড়ীয়া জেলাতে পালিয়ে যায়। মেরাশানী গ্রামের মৃত নুর হোসেনের কন্যা ইয়াছমিন আক্তার মৃত্যুর ঘটনায় তার মা আয়েশা আক্তার বাদী হয়ে নিহত ইয়াছমিনের ৩ সহাপাঠী ও স্থানীয় এক ইউপি সদস্যসহ ১০জনকে অভিযুক্ত করে আদালতে হত্যা মামলা দায়ের করে। আদালতের নির্দেশে গত ১৫ অক্টোবর মাধবপুর থানায় মামলাটি এফআইর গন্যে রেকর্ড করা হয়। মামলার তদন্ত করছেন থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহম্দে। মামলা রুজুর ৩দিনের মাথায় এজাহার বর্হিভূত কিশোরকে আটক করে তার দেওয়া তথ্যমতে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে খুব দ্রুত মূল হোতা মোবরককে আটক করা হবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com